পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

স্বামীকে বেঁধে রেখে যুবতিকে গণধর্ষণ মধ্যপ্রদেশে - গণধর্ষণের অভিযোগ

স্বামীকে মারধর করে বেঁধে রেখে যুবতিকে গণধর্ষণের অভিযোগ চারজনের বিরুদ্ধে । মধ্যপ্রদেশের বারওয়ানি জেলার ঘটনা ।

gang rape
gang rape

By

Published : Jul 17, 2020, 7:03 PM IST

বারওয়ানি, 17 জুলাই : বাইকে করে যাচ্ছিলেন দম্পতি । আচমকাই তাঁদের আক্রমণ করে চার ব্যক্তি । যুবককে মারধর করে বেঁধে রেখে বছর 30-এর যুবতিকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ । মধ্যপ্রদেশের বারওয়ানি জেলার বারুফটক গ্রামের কাছে মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে ।

ঘটনা জানাজানি হলে পরিস্থিতি খারাপ হবে বলে হুমকিও দেওয়া হয় ওই দম্পতিকে । পুলিশের এক কর্তা জানান, 24 হাজার টাকা লুট করা হয়েছে দম্পতির কাছ থেকে ।

অতিরিক্ত পুলিশ সুপার সুনীতা রাওয়াত জানান, আক্রমণের সময় প্রাণে বাঁচতে কাছের একটি জঙ্গলে ঢুকে পড়েন ওই যুবতি । এ'দিকে দীর্ঘক্ষণ হয়ে গেলেও স্ত্রী ফিরছে না দেখে জঙ্গলে গিয়ে ওই যুবক দেখতে পান, অভিযুক্ত চার ব্যক্তি ঘিরে রেখেছে তাঁর স্ত্রীকে । বাধা দিতে গেলে যুবককে মারধর করার পর বেঁধে রাখা হয় ।

যুবকের অভিযোগ, তাঁর স্ত্রী'কে গণধর্ষণ করা হয় । বুধবার রাতে থানায় অভিযোগ দায়ের করে দম্পতি । অভিযুক্তদের ইতিমধ্যেই সনাক্ত করা হয়েছে এবং শীঘ্রই ধরে ফেলা হবে বলেও জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার । বৃহস্পতিবার ঘটনাস্থান পরিদর্শনে যান পুলিশের খারগোন রেঞ্জের DIG তিলক সিং এবং ইন্দোর রেঞ্জের IG বিবেক শর্মা । এই বিষয়ে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details