দিল্লি, 6 এপ্রিল : কোরোনা সংক্রমণ ঠেকাতে লকডাউনের সময়সীমা কি বাড়ানো হবে ? নাকি 14 এপ্রিলের পর দেশ থেকে তুলে নেওয়া হবে লকডাউন । সরকারের তরফে আপাতত জানানো হচ্ছে, দেশ ও দেশবাসীর স্বার্থ এবং সামগ্রিক পরিস্থিতির কথা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া হবে । লকডাউন উঠবে নাকি তার সময়সীমা বাড়ানো হবে, তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে ।
আজ কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর বলেন, "প্রতিটি মিনিট সমগ্র বিশ্বের পরিস্থিতির উপর নজর রেখেছি আমরা । যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন তা দেশ ও দেশবাসীর সুরক্ষার স্বার্থে নেওয়া হবে । যথাসময়ে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেব আমরা । বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ দল রয়েছে ।"
যদিও উত্তরপ্রদেশ সরকারের এক উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক অবশ্য অন্য ইঙ্গিত দিচ্ছেন । তাঁর কথায়, দিন দিন যেভাবে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে লকডাউন থেকে মুক্তি পেতে এখনও দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে । উত্তরপ্রদেশ সরকারের অতিরিক্ত মুখ্যসচিব অবনীশ অওয়াস্থি বলেন, "আমাদের রাজ্য কোরোনামুক্ত হওয়ার পরই লকডাউন তোলা হবে । যদি একটিও কোরোনায় আক্রান্ত থেকে যান, সেক্ষেত্রে লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্তটা বিপদ হয়ে দাঁড়াবে । তাই লকডাউন তুলতে এখনও সময় লাগতে পারে ।"
এর আগে 24 মার্চ জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে 21 দিন ব্যাপী লকডাউনের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী । এরপর মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে বৈঠকের সময় প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, কোরোনার জেরে যে সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে তার মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে হবে । রাজ্যগুলিকে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা করতে হবে এবং যে জায়গাগুলিতে সংক্রমণের প্রভাব কম ধীরে ধীরে সেগুলি খুলতে হবে ।