বেঙ্গালুরু, ২৫ ফেব্রুয়ারি : "নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদে ফিরিয়ে না আনলে দেশ ৫০ বছর পিছিয়ে পড়বে।" গতকাল বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন।
মোদিকে ভোট না দিলে দেশ ৫০ বছর পিছিয়ে পড়বে : নির্মলা সীতারমন - nirmala
"আমরা যদি পিছিয়ে যাই এবং একটা মজবুত সংখ্যাগরিষ্ঠতায় এই সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনতে না পারি তাহলে ন্যূনতম ৫০ বছর পিছিয়ে যাব।" বললেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন।
গতকাল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আমরা যদি পিছিয়ে যাই এবং একটা মজবুত সংখ্যাগরিষ্ঠতায় এই সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনতে না পারি তাহলে ন্যূনতম ৫০ বছর পিছিয়ে যাব। আর BJP যদি তার কাজের স্বীকৃতি না পায় তবে তরুণ প্রজন্মের ভোটাররা বিভ্রান্ত হবে।" নিজের উদাহরণ টেনে তিনি বলেন, "আমাদের মতো যারা বিংশ শতাব্দীতে জন্মগ্রহণ করেছি, তারা কি সেইসব শক্তিকে ফিরিয়ে নিয়ে আনব যারা দেশের জন্য কিছুই করেনি? শুধু তাই নয়, মনে রাখতে হবে ওরা স্বচ্ছ রাজনীতির ধার ধারে না। এমন কী, দেশের কথাও সবার আগে ভাবে না। যদি আমরা তাদের ফিরিয়ে আনি তাহলে তা তরুণ প্রজন্মের ভোটারদের জন্য নিষ্ঠুর কাজ হবে।"
নির্মলা আরও বলেন, "এখন যে নেতৃত্ব আপনারা পাচ্ছেন, ইতিহাসে খুব কম দেশই এমন নেতৃত্ব পেয়েছে। গত পাঁচ বছরে কোনও বিরতি ছাড়াই প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন।" নাম না করে রাহুল গান্ধিকে কটাক্ষ করে তিনি বলেন, "আগের সরকার আর এখনকার সরকারের মধ্যে পার্থক্য একটাই। দুর্নীতি। দুর্নীতির আঁচ এই সময়কালে পড়েনি। এই জন্যই বোধহয় কংগ্রেস প্রেসিডেন্টের নতুন নতুন সমস্যাকে চিহ্নিত করার কথা মনে হচ্ছে।"