পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

একাধিক বিধিনিষেধ সহ চালু হচ্ছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা - লকডাউন

কোরোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে ৷ তার জেরে বন্ধ ছিল সবরকম বিমান পরিষেবা ৷ এবার অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হচ্ছে দেশজুড়ে ৷ তবে যাত্রীদের মানতে হবে বেশকিছু বিধিনিষেধ ৷

image
বিমান পরিষেবা

By

Published : May 21, 2020, 4:32 PM IST

দিল্লি, 21 মে : সোমবার থেকে শুরু হতে চলেছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা ৷ গতকালই কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি টুইট করে পরিষেবা ফের শুরু হওয়ার কথা জানান ৷ তবে বিমান পরিষেবা চালু হলেও যাত্রীদের কয়েকটি বিধিনিষেধ মানতে হবে ৷

যেসব বিধিনিষেধ মানতে হবে সেগুলি হল-

  • বিমানবন্দরে সামাজিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক ৷ যাত্রীদের থার্মাল স্ক্যানিংয়ের মধ্য দিয়ে যেতে হবে ৷ 14 বছরের উপরে যাদের বয়স তাদের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ থাকা বাধ্যতামূলক ৷
  • বিমান ছাড়ার দু’ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছাতে হবে ৷
  • বিমান ছাড়ার 4 ঘণ্টা আগেই যাত্রীদের বিমানবন্দরের টার্মিনালে ঢুকতে দেওয়া হবে ৷
  • সাধারণ যাত্রী ও বিমান পরিষেবার সঙ্গে যুক্ত কর্মচারীদের জন্য যানবাহন নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট রাজ্য সরকার ও বিমানবন্দর কর্তৃপক্ষকে ৷
  • শুধুমাত্র নিজস্ব গাড়ি ও নির্দিষ্ট কিছু ক্যাব পরিষেবা প্রদানকারী সংস্থার গাড়ি যাত্রী নিয়ে এয়ারপোর্টে প্রবেশ করতে পারবে ৷
  • সমস্ত যাত্রীকে মাস্ক ও গ্লাভস ব্যবহার করতে হবে ৷
  • স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী বিমানবন্দরের সমস্ত কর্মচারীকে হ্যান্ড স্যানিটাইজ়ার ও PPE ব্যবহার করতে হবে ৷
  • প্রবেশ ও বেরোনোর সেকশনে ট্রলি ব্যাগের অনুমতি দেওয়া হবে না ৷ বিশেষ ক্ষেত্রে অনুমতি দেওয়া হলেও সেগুলিকে জীবাণুমুক্ত করতে হবে ৷
  • টার্মিনালে প্রবেশ করার পূর্বে সমস্ত ব্যাগকে স্যানিটাইজ় করার ব্যবস্থা করতে হবে বিমানবন্দর কর্তৃপক্ষকে ৷
  • ভিড় এড়ানোর জন্য টার্মিনালের সমস্ত গেট খোলা রাখতে হবে ৷
  • বিমানবন্দরে প্রবেশদ্বারে, স্ক্যানিং জ়োন এবং টার্মিনালে যাত্রীদের মধ্যে কমপক্ষে 1 মিটার দূরত্ব বজায় রাখার জন্য স্থানগুলিকে চিহ্নিত করতে হবে ৷
  • যাত্রীদের জুতো জীবাণুমুক্ত করতে বিমানবন্দরের সমস্ত ম্যাট ও কার্পেটগুলিকে ব্লিচে ভিজিয়ে রাখতে হবে ৷
  • বিমানবন্দরের কর্মীরা যেখানে যাত্রীদের মুখোমুখি হবেন সেখানে কাচের প্যানেল ও ফেস শিল্ডের ব্যাবস্থা করতে হবে ৷
  • বিমানবন্দরের লাউঞ্জে ও টার্মিনাল বিল্ডিংয়ে কোনও সংবাদপত্র ও ম্যাগাজিন দেওয়া হবে না ৷
  • কোনও কর্মীর যদি জ্বর, শ্বাসকষ্ট ও কাশি হয় তাহলে তাঁকে বিমানবন্দরে প্রবেশের অনুমতি দেওয়া হবে না ৷
  • ল্যান্ড করার পর যাত্রীদের ব্যাচে ব্যাচে বিমান থেকে নামার অনুমতি দেওয়া হবে ৷

ABOUT THE AUTHOR

...view details