বিহার, 12 জুন : পশ্চিমবঙ্গ থেকে রোহিঙ্গারা তাড়িয়ে দিচ্ছে বিহারিদের । মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে মিনি পাকিস্তান হওয়ার পথে দ্রুত এগোচ্ছে পশ্চিমবঙ্গ । এই অভিযোগ করা হয়েছে জনতা দল (ইউনাইটেড)-এর তরফে । বিহারে NDA শরিক জনতা দল ইউনাইটেড (JD-U)। সম্প্রতি ওই দল চারটি রাজ্যে BJP-কে ছাড়াই আলাদাভাবে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে । এজন্য JD(U) নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রশংসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
JD(U)-র মুখপাত্র অজয় অলোক গতকাল বলেন, "পশ্চিমবঙ্গে যা ঘটছে তা উদ্বেগের। আমি অনেকদিন থেকে এই কথা বলে আসছি । আমি জানি না উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) কেন আমাদের মুখ্যমন্ত্রীর (নীতিশ কুমার) প্রশংসা করছেন ও তাঁকে ধন্যবাদ জানাচ্ছেন । উনি হয়তো খুশি হয়েছেন এটা জেনে যে, জনতা দল চারটি রাজ্যে NDA-র জোটসঙ্গী না হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে । কিন্তু তাঁর এই প্রশংসা তাঁর ভুলত্রুটিগুলোকে আড়াল করতে পারছে না । নিজের রাজ্যকে মিনি পাকিস্তান হওয়া থেকে আটকানোর জন্য তাঁর ব্যবস্থা নেওয়া উচিত । আমরা কখনও ভুলব না যে বিহারিরা পশ্চিমবঙ্গে আক্রান্ত হচ্ছে এবং তাদের সেই রাজ্য ছেড়ে চলে আসতে বাধ্য করা হচ্ছে ।"