কানপুর, 25 জুলাই : শ্লীলতাহানির অভিযোগ জানাতে থানায় গেছিল এক কিশোরী । যদিও অভিযোগ নেওয়ার বদলে কর্তব্যরত পুলিশ অফিসার তাকে একপ্রস্থ হেনস্থা করল । ঘটনাটি উত্তরপ্রদেশের কানপুরের । সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো । ভিডিয়োটি টুইট করেন প্রিয়াঙ্কা গান্ধি ।
ভিডিয়োটি তোলে অভিযোগ জানাতে যাওয়া কিশোরীর ভাই । পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ওই কিশোরী থানায় অভিযোগ জানাতে গেছিল । থানার হেড কনস্টেবল তার বাবু প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করেন । তারপর কিশোরীকে আপত্তিকর শব্দ ব্যবহার করে হেনস্থা করেন । কিশোরীকে প্রশ্ন করেন, "তুমি পড়াশোনা করো না, আংটি ও হার কেন পড়েছ? এসব পড়েই তুমি বুঝিয়ে দিয়েছ তুমি কী ধরনের মেয়ে । এগুলি পরে কী হয়? এটা থেকে বোঝা যাচ্ছে আসলে কে তুমি ।" এরকম চলতে থাকায় কিশোরীর বাবা-মা বাধা দিতে যান, যদিও তাঁদেরও অপমান করেন কনস্টেবল । বলেন, "আপনারা কি দেখেন না মেয়ে কী করে?"