ইন্দোর, 8 জুন: বনকর্মীদের জালে ধরা পড়ল এক চিতাবাঘ । রবিবার ইন্দোর IIT-র কাছে একাধিকবার ঘুরতে দেখা যায় চিতাবাঘটিকে । এরপরই বনকর্মীরা জাল পেতে ধরে নেয় ওই চিতাবাঘটিকে ।
ইন্দোর IIT-র সামনে থেকে উদ্ধার চিতাবাঘ
ইন্দোর IITর কাছে উদ্ধার হল একটি চিতাবাঘ । রবিবার তাকে উদ্ধার করা হয় ।
ছবি
এই বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা TS সুলিয়া জানান, "চিতাটির আনুমানিক বয়স 4 বা 5 বছর হবে । এটিকে বহুবার IIT-র সামনে ঘুরতে দেখা গেছিল । প্রাণীটিকে আমরা ধরে ফেলেছি । এরপর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ।"
এর আগেও ইন্দোরে বন্য প্রাণ উদ্ধার করা হয়েছে । এক্ষেত্রে মনে করা হচ্ছে, খাবারের সন্ধানেই লোকালয়ে চলে এসেছিল চিতাবাঘটি ।