দিল্লি, 6 জানুয়ারি : রবিবার রাতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতীদের হামলার ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন কানহাইয়া কুমার । JNUSU (জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ) - এর প্রাক্তন সভাপতি কানহাইয়া বলেন, "BJP নেতৃত্বাধীন সরকার দেশের ছাত্রসমাজের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে । "
সরকার ছাত্রদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে : কানহাইয়া কুমার - War against student
কানহাইয়া টুইট করেন, "এই সরকারের কোনও লজ্জা নেই । প্রথমে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল ফি বাড়ানো হল ৷ সেই ফি বৃদ্ধির বিরুদ্ধে ছাত্র-ছাত্রীরা যখন প্রতিবাদ জানালেন, তখন পুলিশ দিয়ে তাঁদের পেটানো হল ৷ কিন্তু তাতেও যখন ছাত্র-ছাত্রীদের আন্দোলনকে দমানো গেল না, তখন সরকার গুন্ডা লেলিয়ে দিল ৷"
কানহাইয়া টুইট করেন, "এই সরকারের কোনও লজ্জা নেই । প্রথমে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল ফি বাড়ানো হল ৷ সেই ফি বৃদ্ধির বিরুদ্ধে ছাত্র-ছাত্রীরা যখন প্রতিবাদ জানালেন, তখন পুলিশ দিয়ে তাঁদের পেটানো হল ৷ কিন্তু তাতেও যখন ছাত্র-ছাত্রীদের আন্দোলনকে দমানো গেল না, তখন সরকার গুন্ডা লেলিয়ে দিল ৷"
কানহাইয়া তাঁর টুইটে আরও লেখেন, "যেদিন থেকে এই সরকার ক্ষমতায় এসেছে, সেদিন থেকে তারা দেশজুড়ে ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ৷" কেন্দ্রীয় সরকারের উদ্দেশে কানহাইয়ার হুঁশিয়ারি, "আপনারা দমানোর চেষ্টা করতে পারেন ৷ কিন্তু ভারতের ছাত্রসমাজ গর্জে উঠবে ৷ সংবিধান ও দেশের গরীবদের প্রতি আপনারা যে অবিচার করছেন, তা ছাত্ররা ব্যর্থ করে দেবে । "