পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শত্রুপক্ষের বাঙ্কার বা রাডার নিমেষে ধ্বংস করতে পারে বিধ্বাংসক - ভারতীয় অস্ত্র

বিধ্বাংসক একটি মাল্টি - ক্যালিবার অ্যান্টি মেটেরিয়াল দেশীয় স্নাইপার রাইফেল ৷ রাইফেলটি তৈরি করে তিরুচিরাপল্লির অর্ডিন্যান্স ফ্যাক্টরি ৷

Vidhwansak , the destroyer arm for indian army
শত্রুপক্ষের বাঙ্কার বা রাডার , এক নিমেষে ধ্বংস করে ' বিধ্বাংসক '

By

Published : Aug 25, 2020, 7:00 AM IST

বিধ্বাংসক - এককথায় যা সবকিছু ধ্বংস করে দেয় ৷ এটি একটি মাল্টি-ক্যালিবার অ্যান্টি মেটেরিয়াল দেশীয় স্নাইপার রাইফেল ৷ রাইফেলটি তৈরি করে তিরুচিরাপল্লির অর্ডিন্যান্স ফ্যাক্টরি ৷ এতটাই শক্তিশালী এই রাইফেল যে ধ্বংস করতে পারে শত্রুপক্ষের বাঙ্কার, যুদ্ধের অস্ত্রসজ্জিত যান, রাডার সিস্টেম , যোগাযোগের মেশিন, মাটিতে থাকা এয়ারক্র্যাফ্ট ও ফুয়েল স্টোরেজ ফেসিলিটিগুলি ৷ এটি লং - রেঞ্জ স্নাইপার, কাউন্টার স্নিপিং এবং অর্ডিন্যান্স নিষ্পত্তির ভূমিকাতেও কার্যকর ৷

বিধ্বাংসক স্নিপার রাইফেল অ্যামুনেশন ক্যালিবার - 20 x 82 মিলিমিটার

ইতিহাস -

DRDO - র সঙ্গে যৌথ উদ্যোগে এই স্নাইপার রাইফেলটি তৈরি করে তিরুচিরাপল্লির অর্ডিন্যান্স ফ্যাক্টরি ৷ 2005 সালের নভেম্বর মাসে প্রথম এই রাইফেলের ডিজ়াইন তৈরি করা হয় ৷ এরপর এর পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয় 2006 সালের মার্চ মাস থেকে ৷ 2007 সালে এই রাইফেল বানানো শুরু হয় ৷ সফল পরীক্ষামূলক প্রয়োগের পর BSF 100 টি বিধ্বাংসক অর্ডার করে সীমান্তে মোতায়েনের জন্য ৷ যার সাপ্লাই হয় 2008 সালে ৷ এরপর ভারতীয় সেনা ও ন্যাশনাল সিকিউরিটি গার্ডদেরও এই রাইফেল দেওয়ার প্রস্তাব দেওয়া হয় ৷

বিধ্বাংসক স্নিপার রাইফেল অ্যামুনেশন ক্যালিবার - 20 x 82 মিলিমিটার

বিধ্বাংসক স্নাইপার রাইফেলটি যে কোনও মূহূর্তে তিনটি ক্যালিবারে পরিবর্তন করা যায় ৷ স্নাইপারটির ব্যারেল , বোল্ট ও ম্যাগাজ়িন পরিবর্তন করে 12. 7 মিলিমিটার , 14.5 মিলিমিটার ও 20 মিলিমিটার ক্যালিবারের রাইফেলে পরিবর্তন করা যায় ৷ এর জন্য প্রয়োজন হয় না কোনও বিশেষ টুলের ৷ যুদ্ধক্ষেত্রে মাত্র 1 মিনিটের মধ্যেই করা যায় এই পরিবর্তন ৷ এছাড়াও রাইফেলটিতে রয়েছে ম্যানুয়াল বোল্ট অ্যাকশন ও রিকয়েলিং ব্যারেল ৷ বর্তমানে দেশের সীমান্ত সুরক্ষা বাহিনীর ( BSF ) কাছে 1 হাজারেরও বেশি এই রাইফেল রয়েছে ৷ রাইফেল ব্যবহারে ক্রু লাগে 2 জন ৷ এই রাইফেলটির এফেক্টিভ ফায়ারিং রেঞ্জ 1,800 মিটার ও ম্যাক্সিমাম ফায়ারিং রেঞ্জ হল 2,300 মিটার ৷ রাইফেলের ফিড সিস্টেমে থাকে 3- রাউন্ড ম্যাগাজ়িন ৷

বিধ্বাংসক স্নিপার রাইফেল অ্যামুনেশন ক্যালিবার - 12.7 × 108মিলিমিটার

ABOUT THE AUTHOR

...view details