পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশের প্রথম সোশাল মিডিয়া অ্যাপ 'এলিমেন্টস'-র সূচনা উপ রাষ্ট্রপতির

ভারতের প্রথম সোশাল মিডিয়া অ্যাপ এলিমেন্টস উদ্বোধন করলেন উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু । উদ্বোধনী অনুষ্ঠানে রবিশঙ্কর সহ অন্য়ান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন । আটটি ভারতীয় ভাষায় এই অ্যাপের সুবিধা পাওয়া যাবে ।

Elyments
Elyments

By

Published : Jul 5, 2020, 6:17 PM IST

দেশের প্রথম সোশাল মিডিয়া অ্যাপ'এলিমেন্টস'-র সূচনা উপ রাষ্ট্রপতির

দিল্লি, 5জুলাই : ভারতের প্রথম সামাজিক মাধ্যম সুপার-অ্যাপ লঞ্চ করলেনউপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ।'এলিমেন্টস'নামের এই অ্যাপটির উদ্বোধনে উপস্থিতছিলেন আর্ট অফ লিভিং-এর প্রতিষ্ঠাতা রবিশঙ্কর । এই অ্যাপটি তৈরির কাজে অংশ নেন1000-র বেশিITকর্মী ।

এলিমেন্টস থেকে হবে আর্থিক লেনদেন । আবার ব্যক্তিগত এবং গ্রুপচ্যাটে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন ব্যবহারকারীরা । হবে ভিডিয়ো বা অডিয়োকলও । এই সব পরিষেবার জন্য সাধারণত বিভিন্ন বিদেশি অ্যাপ ব্যবহার করে থাকেন সাধারণমানুষ । তবে এইক্ষেত্রে একটি ভারতীয় অ্যাপেই সেইসব সুবিধা পেতে পারেন তাঁরা। আটটিভারতীয় ভাষায় সুবিধা পাওয়া যাবে এলিমেন্টসে ।

এলিমেন্টস-এর উদ্বোধন অনুষ্ঠানে ভেঙ্কাইয়া নাইডু,রবিশঙ্কর ছাড়াও উপস্থিত ছিলেন আরওকয়েকজন বিশিষ্ট ব্যক্তি । উপস্থিত ছিলেন বাবা রামদেব,রাজ্যসভার সাংসদ অযোধ্যারামি রেড্ডি,প্রাক্তন অসমারিক বিমানমন্ত্রী সুরেশপ্রভু,কর্নাটকের প্রাক্তন রাজস্বমন্ত্রী আর ভি দেশপাণ্ডে,হিন্দুজা গ্রুপ অফ কম্পানিরচেয়ারম্যান অশোক পি হিন্দুজা,জিএম গ্রুপ প্রতিষ্ঠাতা জিএম রাও, JSWগ্রুপ চেয়ারম্যান এবং ম্যানেজিংডিরেক্টর সজ্জন জিন্দল,রাজ্যসভার সাংসদ জোতিরাদিত্য সিন্দিয়া ।

সারা বিশ্বে প্রত্যেক অ্যাপ স্টোরেই পাওয়া যাবে এই অ্যাপটি । গুগলপ্লে স্টোর থেকেও ডাউনলোড করা যাবে এলিমেন্টস । ইতিমধ্যেই গণ-পরীক্ষা করা হয়েছে ।প্রায়200,000মানুষ ডাউনলোড করেছেন এলিমেন্টস ।

কী কী ফিচার রয়েছে এই সুপার অ্যাপে?

·ব্যবহারকারীরা পাবেন ভাইব্র্যান্ট ফিড। ব্যক্তিগত এবং গ্রুপ চ্যাটে রয়েছে অডিও এবং ভিডিয়ো কলের সুবিধাও ।

·বিভিন্ন মানুষ ভাবনা-চিন্তা একে অপরেরসঙ্গে ভাগ করে নিতে পারবেন এলিমেন্টসে ।

·আটেরও বেশি ভারতীয় ভাষায় এই অ্যাপেরসুবিধা পাওয়া যাবে ।

·লক্ষ্য-র ভিত্তিতে এলিমেন্টস একটিস্বতন্ত্র অ্যাপ ।

আসছে সপ্তাহে আরও কয়েটি ফিচার লঞ্চ করবে এলিমেন্ট,কী সেই ফিচারগুলি?

·অডিও এবং ভিডিয়ো কন্ফারেন্স কল

·এলিমেন্টস পে দিয়ে সুরক্ষিত আর্থিকলেনদেনও করা যাবে

·পাবলিক প্রোফাইলগুলি ব্যবহারকারীরাফলো এবং সাবস্ক্রাইব করতে পারবেন

·ভারতীয় ব্র্যান্ডগুলিকে প্রোমোট করবেএলিমেন্টস

·আঞ্চলিক ভাষায় ভয়েস কম্যান্ড পাওয়াযাবে

এই মুহূর্তে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকছে কি না সেই নিয়েইচিন্তিত বেশিরভাগ ব্যবহারকারী । বেশিরভাগ ক্ষেত্রেই,ভারতীয়রা যোগাযোগ বা আর্থিক লেনদেনেরজন্য বিদেশি অ্যাপ ব্যবহার করে থাকেন । এইক্ষেত্রে,ভারতীয় এই অ্যাপেই সেইসব সুবিধা পাবেনব্যবহারকারীরা ।

ABOUT THE AUTHOR

...view details