দিল্লি, 5জুলাই : ভারতের প্রথম সামাজিক মাধ্যম সুপার-অ্যাপ লঞ্চ করলেনউপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ।'এলিমেন্টস'নামের এই অ্যাপটির উদ্বোধনে উপস্থিতছিলেন আর্ট অফ লিভিং-এর প্রতিষ্ঠাতা রবিশঙ্কর । এই অ্যাপটি তৈরির কাজে অংশ নেন1000-র বেশিITকর্মী ।
এলিমেন্টস থেকে হবে আর্থিক লেনদেন । আবার ব্যক্তিগত এবং গ্রুপচ্যাটে একে অপরের সঙ্গে সংযুক্ত থাকতে পারবেন ব্যবহারকারীরা । হবে ভিডিয়ো বা অডিয়োকলও । এই সব পরিষেবার জন্য সাধারণত বিভিন্ন বিদেশি অ্যাপ ব্যবহার করে থাকেন সাধারণমানুষ । তবে এইক্ষেত্রে একটি ভারতীয় অ্যাপেই সেইসব সুবিধা পেতে পারেন তাঁরা। আটটিভারতীয় ভাষায় সুবিধা পাওয়া যাবে এলিমেন্টসে ।
এলিমেন্টস-এর উদ্বোধন অনুষ্ঠানে ভেঙ্কাইয়া নাইডু,রবিশঙ্কর ছাড়াও উপস্থিত ছিলেন আরওকয়েকজন বিশিষ্ট ব্যক্তি । উপস্থিত ছিলেন বাবা রামদেব,রাজ্যসভার সাংসদ অযোধ্যারামি রেড্ডি,প্রাক্তন অসমারিক বিমানমন্ত্রী সুরেশপ্রভু,কর্নাটকের প্রাক্তন রাজস্বমন্ত্রী আর ভি দেশপাণ্ডে,হিন্দুজা গ্রুপ অফ কম্পানিরচেয়ারম্যান অশোক পি হিন্দুজা,জিএম গ্রুপ প্রতিষ্ঠাতা জিএম রাও, JSWগ্রুপ চেয়ারম্যান এবং ম্যানেজিংডিরেক্টর সজ্জন জিন্দল,রাজ্যসভার সাংসদ জোতিরাদিত্য সিন্দিয়া ।
সারা বিশ্বে প্রত্যেক অ্যাপ স্টোরেই পাওয়া যাবে এই অ্যাপটি । গুগলপ্লে স্টোর থেকেও ডাউনলোড করা যাবে এলিমেন্টস । ইতিমধ্যেই গণ-পরীক্ষা করা হয়েছে ।প্রায়200,000মানুষ ডাউনলোড করেছেন এলিমেন্টস ।
কী কী ফিচার রয়েছে এই সুপার অ্যাপে?
·ব্যবহারকারীরা পাবেন ভাইব্র্যান্ট ফিড। ব্যক্তিগত এবং গ্রুপ চ্যাটে রয়েছে অডিও এবং ভিডিয়ো কলের সুবিধাও ।
·বিভিন্ন মানুষ ভাবনা-চিন্তা একে অপরেরসঙ্গে ভাগ করে নিতে পারবেন এলিমেন্টসে ।