নিউইর্য়ক, 23 জুন : অ্যামেরিকায় নিষিদ্ধ হল ভারতীয় চাটার্ড বিমান পরিষেবা । গতকাল, ভারত থেকে আসা চাটার্ড বিমানগুলিকে নিষিদ্ধ করেছে অ্যামেরিকা । তাদের অভিযোগ, দুই দেশের মধ্যে বিমান চলাচলের ক্ষেত্রে যে চুক্তি হয়েছিল সেটি লঙ্ঘন করেছে ভারত ।
একটি প্রেস বিজ্ঞপ্তিতে অ্যামেরিকার টেলিকমিউনিকেশন মন্ত্রক জানিয়েছে, এয়ার ইন্ডিয়া কোরোনার সময় প্রবাসীদের দেশে ফেরাতে উদ্যোগ নেয় । লকডাউন চলাকালীন এই সংস্থা বিদেশে থাকা বহু ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনে । তবে অ্যামেরিকার পরিবহন মন্ত্রকের অভিযোগ, যাত্রীদের দেশে ফেরাতে এই সংস্থা টিকিট বিক্রি করেছিল । অথচ ওই সময় ভারতে অ্যামেরিকান বিমান সংস্থাগুলি চলাচলের জন্য ভারত নিষেধাজ্ঞা জারি করে । আর এর যথেষ্ঠ প্রভাব পড়েছে অ্যামেরিকান বিমান সংস্থাগুলির আর্থিক আয়ের উপর ।