বুলন্দশহর (উত্তরপ্রদেশ), 19 নভেম্বর : বুলন্দশহরের বাসিন্দা এক নাবালিকার মৃত্য়ু হল দিল্লির RML হাসপাতালে ৷ নিহত এই নাবালিকাকে বাড়িতে ঢুকে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল একদল দুষ্কৃতী ৷ বুধবার এমনই জানিয়েছে পুলিশ ৷ অভিযোগ ওই নাবালিকাকে তার এলাকারই এক ব্য়ক্তি ধর্ষণ করেছিল ৷ সেই ঘটনায় ওই নির্যাতিতার পরিবারকে অভিযোগ তুলে নেওয়ার জন্য় চাপ দেওয়া হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে ৷ এদিন ওই নাবালিকার মৃত্য়ুর পর নতুন করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ যেখানে পরিবারের তরফে বলা হয়েছে, 7 জন অভিযুক্ত মঙ্গলবার রাতে বাড়িতে ঢুকে পেট্রল ঢেলে জ্বালিয়ে দেয় তাঁদের মেয়েকে ৷
ধর্ষণের শিকার নাবালিকাকে পুড়িয়ে মারার অভিযোগ উত্তরপ্রদেশে - শ্লীলতাহানি
পুলিশ সূত্রে খবর, RML হাসপাতালে তোলা একটি ভিডিয়োতে নির্যাতিতা নাবালিকা তার বয়ানে জানিয়েছে, যাদের বিরুদ্ধে তাকে শ্লীলতাহানির অভিযোগ ছিল, তারাই তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে ৷ এই ঘটনায় বুলন্দশহরের SSP সন্তোষ কুমার সিং বলেন, অগাস্টে এই নাবালিকাকে ধর্ষণ করে এক ব্য়ক্তি ৷ সেই অভিযুক্তকে গ্রেপ্তারও করে পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, RML হাসপাতালে তোলা একটি ভিডিয়োতে নির্যাতিতা নাবালিকা তার বয়ানে জানিয়েছে, যাদের বিরুদ্ধে তাকে শ্লীলতাহানির অভিযোগ ছিল, তারাই তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে ৷ এই ঘটনায় বুলন্দশহরের SSP সন্তোষ কুমার সিং বলেন, অগাস্টে এই নাবালিকাকে ধর্ষণ করে এক ব্য়ক্তি ৷ সেই অভিযুক্তকে গ্রেপ্তারও করে পুলিশ ৷ অভিযুক্ত এই মুহূর্তে জেলে রয়েছে ৷ তবে, মঙ্গলবার রাতে তাঁরা খবর পান ওই নাবালিকাকে রহস্য়জনকভাবে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে ৷ রাত এগারোটা পর্যন্ত মনে করা হচ্ছি ওই নাবালিকা আত্মহত্য়ার চেষ্টা করেছে ৷ তবে, পরে পরিবারের তরফে অভিযোগ জানানো হয়, সাত জন তাঁদের বাড়িতে ঢুকে নাবালিকাকে পেট্রল ঢেলে জ্বালিয়ে দেয় ৷ ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, সাতজনের মধ্য়ে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ বাকিদের জিজ্ঞাসাবাদের জন্য় আটক করেছে পুলিশ ৷
অভিযুক্তদের বিরুদ্ধে পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করা হয়েছে ৷ তবে, নিহত ওই নাবালিকার কাকার অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত থেকে তাঁদের পরিবারের উপর অভিযোগ তুলে নিতে চাপ দেওয়া হচ্ছে ৷ এমনকী অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে তাঁদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি ৷