শ্রীনগর, ১১ মার্চ : পুলওয়ামা ঘটনার পর ২১ দিনে খতম হয়েছে ১৮ জইশ জঙ্গি। আজ সাংবাদিক বৈঠক করে জানালেন সেনা আধিকারিকরা।
গতকালই শ্রীনগরে খতম করা হয়েছে পুলওয়ামা হামলার মূলচক্রী মুদাসির আহমেদ খানকে। আগেই খতম হয়েছে অন্য আর এক চক্রী কামরান।
শ্রীনগর, ১১ মার্চ : পুলওয়ামা ঘটনার পর ২১ দিনে খতম হয়েছে ১৮ জইশ জঙ্গি। আজ সাংবাদিক বৈঠক করে জানালেন সেনা আধিকারিকরা।
গতকালই শ্রীনগরে খতম করা হয়েছে পুলওয়ামা হামলার মূলচক্রী মুদাসির আহমেদ খানকে। আগেই খতম হয়েছে অন্য আর এক চক্রী কামরান।
এবিষয়ে, আজ শ্রীনগরে সাংবাদিক বৈঠক করেন সেনা আধিকারিকরা। সেখানে তাঁরা বলেন, "৩ সপ্তাহ ধরে জঙ্গিদমনে অভিযান চালিয়েছে সেনা। পুলওয়ামা কাণ্ডের মূলচক্রী দু'জন। কামরান ও মুদাসির দু'জনকেই খতম করা হয়েছে। ২১ দিনে ১৮ জঙ্গিকে খতম করা হয়েছে। আমরা জইশকে উচিত শিক্ষা দিতে চাই। জঙ্গি নির্মূল করাই আমাদের লক্ষ্য। ওরা শেষ না হওয়া পর্যন্ত অভিযান চালাবে।"
পাকিস্তান কাপুরুষের মতো সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তাঁরা। বলেন, "পাকিস্তান সেনা সাধারণ মানুষের উপর গুলিবর্ষণের চেষ্টা করছে। পালটা জবাব দিচ্ছে ভারতীয় সেনা।"