দিল্লি, 9 ডিসেম্বর : ধর্ষণ ও POCSO আইনে নথিভুক্ত মামলার তদন্ত দু'মাসের মধ্যে শেষ করতে হবে ৷ এই মর্মে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠাতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ ৷
গতকাল রবিশংকর প্রসাদ বলেন, ‘‘ আমি প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠাতে চলেছি ৷ দুই মাসের মধ্যে ধর্ষণ ও POCSO আইনে নথিভুক্ত সমস্ত মামলার তদন্ত শেষ করার অনুরোধ করব ৷ দুর্ভাগ্যজনক ভাবে ধর্ষণ ও মহিলাদের প্রতি অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে ৷’’