দিল্লি, 31 মে : 5 জুলাই পেশ হবে কেন্দ্রীয় বাজেট । জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর । তিনি জানান, বাজেট অধিবেশন 17 জুন থেকে শুরু হয়ে চলবে 26 জুলাই পর্যন্ত । 19 জুন অধ্যক্ষ নির্বাচিত হবে ।
আজ নবনির্বাচিত কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে সাউথ ব্লকে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় ।