পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

5 জুলাই কেন্দ্রীয় বাজেট - prakash javrekar

5 জুলাই পেশ হবে কেন্দ্রীয় বাজেট । বাজেট অধিবেশন 17 জুন থেকে শুরু হয়ে চলবে 26 জুলাই পর্যন্ত । 19 জুন অধ্যক্ষ নির্বাচিত হবে ।

সংসদ

By

Published : May 31, 2019, 8:16 PM IST

Updated : May 31, 2019, 8:55 PM IST

দিল্লি, 31 মে : 5 জুলাই পেশ হবে কেন্দ্রীয় বাজেট । জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর । তিনি জানান, বাজেট অধিবেশন 17 জুন থেকে শুরু হয়ে চলবে 26 জুলাই পর্যন্ত । 19 জুন অধ্যক্ষ নির্বাচিত হবে ।

আজ নবনির্বাচিত কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে সাউথ ব্লকে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম BJP নেতা যিনি তাঁর পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পর দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন । এখনও পর্যন্ত এই তালিকায় ছিলেন কংগ্রেসের জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধি ও মনমোহন সিং ।

লোকসভা ভোটে মোট 352 টি আসন পেয়েছে NDA । BJP একাই পেয়েছে 303 টি আসন । যেখানে কংগ্রেস পেয়েছে মাত্র 52 টি আসন ।

Last Updated : May 31, 2019, 8:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details