পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গৃহ ঋণে ছাড়, বাড়ছে সোনার দাম - BJP

নির্মলা সীতারামন

By

Published : Jul 5, 2019, 10:25 AM IST

Updated : Jul 5, 2019, 3:43 PM IST

2019-07-05 13:05:34

দিল্লি, 5 জুলাই : আজ সংসদে পেশ হল দ্বিতীয় NDA সরকারের প্রথম বাজেট । বাজেট পেশ করলেন দেশের প্রথম পূর্ণাঙ্গ মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন । বাজেট নথি লাল শালুতে মুড়ে অর্থমন্ত্রী সংসদ ভবন ঢোকেন তিনি ।

কাজের ফাঁকে চোখ বাজেটে

2 থেকে 5 কোটি টাকা বার্ষিক আয়ের উপর সারচার্জ বৃদ্ধি

সোনা ও মূল্যবান ধাতুর আমদানি শুল্ক বাড়ছে

ক্রীড়াজগতের উন্নয়নে ন্যাশনাল স্পোর্টস বোর্ড গঠনের প্রস্তাব 

2019-07-05 13:00:05

ব্যাঙ্ক থেকে বছরে 1 কোটি রুপির বেশি নগদ তুললে 2 শতাংশ লেভি ধার্য হবে

ডিজ়িটাল পেমেন্টে কোনও চার্জ লাগবে না 

2019-07-05 12:59:19

এয়ার ইন্ডিয়ার বিলগ্নীকরণে ফের চেষ্টা করবে সরকার 

2019-07-05 12:57:59

PAN কার্ডের বিকল্প হিসেবে আধার কার্ড ব্যবহারের প্রস্তাব 

2019-07-05 12:50:43

45 লাখ টাকা পর্যন্ত গৃহ ঋণে ছাড়

2019-07-05 12:49:28

অন্ধদের ব্যবহারের সুবিধার জন্য নতুন 1, 2, 5, 10, ও 20 রুপির কয়েন চালু করা হয়েছিল চলতি বছরের মার্চে । সেই কয়েন এবার সাধারণের ব্যবহারের জন্য বাজারে ছাড়া হবে 

2019-07-05 12:47:46

কম্পানি কর ছাড়ে বড় ঘোষণা । আগে 250 কোটি টাকা বাৎসরিক টার্নওভারে কর ছিল 25 শতাংশ । বাৎসরিক টার্নওভারের উর্ধ্বসীমা বাড়িয়ে করা হল 400 কোটি টাকা । 

2019-07-05 12:44:22

আর্থিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত নয় এমন পাবলিক সেক্টরগুলিতে প্রয়োজনে সরকারের শেয়ারের পরিমাণ 51 শতাংশের কম রাখার ব্যাপারে প্রস্তাব

2019-07-05 12:34:23

মা সোনিয়া গান্ধির পাশে বসে বাজেট শুনছেন রাহুল গান্ধি

প্রতক্ষ্য কর বেড়েছে 6.8 লাখ কোটি টাকা থেকে 11.37 লাখ কোটি টাকা

2019-07-05 12:28:46

4 হাজার কোটি রুপির অনুৎপাদক সম্পদ উদ্ধার গত 4 বছরে 

গত 1 বছরে অনুৎপাদক সম্পদের পরিমাণ 1 লাখ কোটি টাকা কমেছে 

2019-07-05 12:24:01

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে 70 হাজার কোটি টাকা সাহায্য

2019-07-05 12:20:02

17টি বিশেষ পর্যটনকেন্দ্র 

আদিবাসীদের সংস্কৃতি রক্ষার জন্য বিশেষ আর্কাইভ
 

2019-07-05 12:16:46

NRI - দের জন্য আধার কার্ড 

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের 1 লাখ টাকা ঋণ

উচ্চ শিক্ষায় 400 কোটি টাকা বরাদ্দ 

2019-07-05 12:14:32

মহিলাদের জমির অধিকার আরও সুরক্ষিত করা হবে 

মহিলা স্বরোজগার যোজনায় 1 লাখ টাকা ঋণ    

2019-07-05 12:09:57

1 কোটি পড়ুয়াকে কারিগরি শিক্ষা

ডিজ়িটাল পেমেন্টে আরও জোর 

দূষণ কমাতে দেশে 35 কোটি LED সরবরাহ করা হবে । 18 হাজার কোটি রুপি বাঁচছে LED ব্যবহারের জন্য 

নতুন প্রকল্প "নারী টু নারায়ণী" । মহিলাদের উন্নতি না হলে দেশের উন্নতি হয় না, বিবেকানন্দের উক্তি উদ্ধৃত করে বললেন নির্মলা সীতারামন 
 

2019-07-05 12:07:01

শ্রম আইনের বদলে আসছে শ্রমবিধি । চারটি নতুন শ্রমবিধি আসছে 

নতুন শিক্ষানীতি চালুর প্রস্তাব 

SEZ-এ বিশ্বকে নতুন দিশা দেখাবে ভারত 

2019-07-05 12:03:12

আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, রোবোটিক্স ও ভার্চুয়াল রিয়ালিটি গবেষণায় বিশেষ জোর 

নতুন শ্রম আইন আসছে 

2019-07-05 12:01:57

NRI পোর্টফোলিও ইনভেস্টমেন্টকে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্টের সঙ্গে জুড়ে দেওয়া হবে 

2019-07-05 11:59:32

অনলাইন কোর্সে জোর । IISC এবং IIT গুলি একসঙ্গে কাজ করবে । এক্সচেঞ্জ প্রোগ্রামে গুরুত্ব 

"স্টাডি ইন ইন্ডিয়া" প্রোগ্রাম লঞ্চ করা হবে 

2019-07-05 11:57:17

ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন তৈরি হবে 

2019-07-05 11:55:12

দেশের 95 শতাংশ শহরে স্বাস্থ্যসম্মত শৌচালয় তৈরি সম্ভব হয়েছে

মহাত্মা গান্ধির আদর্শে দেশের যুবসমাজকে অনুপ্রাণিত করতে এনসাইক্লোপিডিয়ার আদলে তৈরি হবে "গান্ধিপিডিয়া"

2019-07-05 11:54:03

1 কোটি নাগরিক স্বচ্ছতা অ্যাপ ফোনে ডাউনলোড করেছেন 

দেশের 95 শতাংশ শহরে স্বাস্থ্যসম্মত শৌচালয় তৈরি সম্ভব হয়েছে

2019-07-05 11:51:12

5.6 কোটি গ্রামে স্বাস্থ্যসম্মত শৌচালয় তৈরির প্রস্তাব 

প্রতিটি পঞ্চায়েতে ইন্টারনেট সংযোগ 

বিমা ক্ষেত্রে 100 শতাংশ বিদেশি বিনিয়োগ

2019-07-05 11:50:19

মহাকাশ বিজ্ঞান গবেষণায় উন্নতিতে নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড তৈরি করা হবে 

2019-07-05 11:47:21

10 হাজার নতুন কৃষি সংস্থা তৈরির প্রস্তাব

জলশক্তি মন্ত্রককে আরও বেশি গুরুত্ব ।  

নতুন প্রকল্প "হর ঘর জল" 

2024- এর মধ্যে দেশের প্রতিটি বাড়িতে পরিস্রুত পানীয় জল 

2019-07-05 11:45:55

বাজেটের লক্ষ্য গাঁও, গরিব, কিষাণ ।

75 হাজার উদ্যোগপতিকে প্রশিক্ষণ দেওয়া হবে 

2019-07-05 11:42:30

অভ্যন্তরীণ শুল্ক রীতিতে পরিবর্তন আসছে

2019-07-05 11:38:52

প্রতিটি বাড়িতে বিদ্যুৎ ও স্বচ্ছ রান্নাঘর 

প্রধানমন্ত্রী আবাস যোজনায় 2022 -এর মধ্যে 1.9 কোটি বাড়ি

প্রতিটি গ্রামীণ পরিবারে আমূল পরিবর্তন এসেছে । 7 কোটি পরিবারে LPG সংযোগ 

সংবাদমাধ্যমে বিদেশি বিনিয়োগের সীমা বাড়ছে
 

2019-07-05 11:35:20

প্রধানমন্ত্রী কর্মযোগী মান ধন প্রকল্পে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পেনশন প্রকল্প 

2019-07-05 11:32:52

 বিদ্যুৎ আইনে পরিবর্তন । বিদ্যুৎ চালিত গাড়ি কিনলে বিশেষ ছাড় ।

2019-07-05 11:30:52

নতুন বাড়িভাড়া আইন 

ক্লিন এনার্জিতে জোর । বিদ্যুৎ চালিত গাড়ির জন্য 10 হাজার কোটি রুপি বিনিয়োগ ।

2019-07-05 11:30:03

SEBI-র আওতায় সোশাল স্টক এক্সচেঞ্জের প্রস্তাব । ট্রেজ়ারি বিলে রিটেল বিনিয়োগে জোর

নতুন বাড়িভাড়া আইন 
 

2019-07-05 11:24:48

হলদিয়া, ফরাক্কার উন্নয়নে ব্যবস্থা । ফরাক্কায় টার্মিনাল লক তৈরি হবে 
 

2019-07-05 11:18:40

ট্রেন ও বাসের জন্য নতুন অভিন্ন স্মার্ট কার্ড 

খাদ্য নিরাপত্তায় দ্বিগুণ অর্থ বরাদ্দ

ভারতমালা-২ প্রকল্পের অধীনে রাজ্যের সড়ক পরিকাঠামো উন্নত করা হবে

রাজ্যগুলিকে নিজস্ব রাস্তা তৈরিতে সাহায্য করা হবে 

জল পরিবহণের আওতায় সাহেবগঞ্জ ও হলদিয়াকে অন্তর্ভূক্ত করা হবে

2030 সালের মধ্যে রেলে 50 লক্ষ কোটি রুপি বিনিয়োগের প্রস্তাব

সুলভ বিদ্যুতের জন্য ওয়ান নেশন ওয়ান গ্রিডের প্রস্তাব

শষ্যে ভর্তুকি বাড়ছে

2019-07-05 11:17:09

বাজেটে 300 কিমি নতুন মেট্রো রেললাইন তৈরির প্রস্তাব

2019-07-05 11:15:01

অর্থমন্ত্রী : সাগরমালা প্রকল্প বহির্বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ক মজবুত করবে । লাল ফিতাশাহির দিন শেষ । যোগাযোগ অর্থনীতির মূল চালিকাশক্তি ।  

2019-07-05 11:09:56

অর্থমন্ত্রী : আমাদের লক্ষ্য হল মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্ননেন্স ।

বাজেটে নদী প্রকল্প ও জল সংরক্ষণে গুরুত্ব । 10 বছরের মধ্যে 5 ট্রিলিয়ন ডলারের অর্থনীতি তৈরির লক্ষ্যমাত্রা । 

অর্থমন্ত্রী : আমাদের অর্থনীতি বিশ্বের ষষ্ঠতম । রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম হল সাফল্যের চাবিকাঠি ।

2019-07-05 11:08:44

একমুখী চেষ্টা থাকলে সাফল্য আসবেই । বাজেট পেশের বক্তৃতায় মন্তব্য অর্থমন্ত্রীর । বললেন আমরা আমাদের লক্ষে স্থির রয়েছি। 

2019-07-05 11:01:16

সংসদে বাজেট পেশ শুরু করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 

2019-07-05 10:59:57

দ্বিতীয় NDA সরকারের প্রথম বাজেট নিয়ে শিল্পমহলে প্রত্যাশা তুঙ্গে । বাজেট পেশের আগেই BSE -র সূচক ছাড়াল 40 হাজার, NIFTY ছুঁল প্রায় ১২ হাজার 

2019-07-05 10:54:48


কেন্দ্রীয় মন্ত্রিসভা বাজেট অনুমোদন করল । 

আর কিছুক্ষণের মধ্যেই সংসদ ভবনে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 

2019-07-05 10:47:39

সংসদ চত্বরে কড়া নিরাপত্তায় বাজেটের নথি

নির্মলা সীতারামনের বাবা-মা নারায়ণন ও সাবিত্রী সীতারামন সংসদ ভবনে পৌঁছালেন 

2019-07-05 10:41:05

সংসদে পৌঁছালেন নরেন্দ্র মোদি

2019-07-05 10:32:20

সংসদীয় বৈঠকে নির্মলা সীতারামন

সংসদীয় বৈঠকে নির্মলা সীতারামন

সংসদে পৌঁছাল বাজেটের নথি

2019-07-05 08:03:09

নির্মলা সীতারামনের হাতে ভারতীয় ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে লালশালুতে মোড়া বাজেটের নথি

তিনি পৌঁছালেন । দেশের প্রথম মহিলা পূর্ণাঙ্গ অর্থমন্ত্রী হিসেবে বাজেট পেশ করতে সংসদে পৌঁছালেন নির্মলা সীতারামন । শুরুতেই চমক । এতদিন সংসদে বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রীরা ব্রিফকেস নিয়ে সংসদ ভবনে ঢুকতেন । অর্থমন্ত্রীরা সেই ব্রিফকেস তুলে ফোটো সেশনে দাঁড়াতেন সাংবাদিকদের সামনে ।  কিন্তু নির্মলা সীতারামনের হাতে আজ ব্রিফকেস ছিল না । তার বদলে ছিল ভারতীয় ঐতিহ্যের সঙ্গে সঙ্গতি রেখে লালশালুতে মোড়া বাজেটের নথি ।

একাধিক চ্যালেঞ্জ রয়েছে তাঁর সামনে । দেশকে অর্থনীতির মানচিত্রে মূল ট্র্যাকে ফেরানো । বেকারত্ব, ভঙ্গুর আর্থিক অবস্থা, বিপুল ঋণের চাপ থেকে দেশকে উদ্ধার করা । নতুন অর্থমন্ত্রী হিসেবে নির্মলার আরও একটি চ্যালেঞ্জ, আগামী পাঁচ বছরের মধ্যে মোদির নির্বাচন প্রতিশ্রুতি পূরণের রূপরেখা তৈরি করা । এমন সব চ্যালেঞ্জকে কী ভাবে মোকাবিলা অর্থমন্ত্রী সেটারই প্রতীক্ষা । 

Last Updated : Jul 5, 2019, 3:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details