পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিরোধীরা 'পেশাদার নৈরাশ্যবাদী', বারাণসীতে মোদি

দেশজুড়ে বিজেপি সদস্য সংখ্যা বাড়ানোর অভিযান মেগা কর্মসূচিতে নরেন্দ্র মোদি বলেন 5 লক্ষ কোটি ডলারের অর্থনীতির মানেটা আসলে ঠিক কী। লোকসভা ভোটে বিপুল জয়ের পর এই প্রথম নিজের লোকসভা কেন্দ্র সফরে মোদি।

মোদি

By

Published : Jul 6, 2019, 2:42 PM IST

Updated : Jul 6, 2019, 4:20 PM IST

বারাণসী , 6 জুলাই : বাজেটই সম্বল। গতকালই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন । আজ বাজেটকে পুঁজি করেই বিজেপির নতুন ‘সদস্যতা অভিযান’ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের 'পেশাদার নৈরাশ্যবাদী' বলে কটাক্ষ করতেও ছাড়লেন না তিনি। 5 লক্ষ কোটি ডলার অর্থনীতির লক্ষ্যমাত্রা রেখেছেন তিনি 2024-2025 সালের মধ্যে।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে, নিজের কেন্দ্র বারাণসী থেকে।

দেশজুড়ে বিজেপি সদস্য সংখ্যা বাড়ানোর অভিযান মেগা কর্মসূচিতে নরেন্দ্র মোদি বলেন 5 লক্ষ কোটি ডলারের অর্থনীতির মানেটা আসলে ঠিক কী। লোকসভা ভোটে বিপুল জয়ের পর এই প্রথম নিজের লোকসভা কেন্দ্র সফরে মোদি।

দেশের শ্লথ গতিতে আর্থিক বৃদ্ধির আবহে প্রধানমন্ত্রীর 5 লক্ষ কোটি ডলার অর্থনীতির লক্ষ্যমাত্রা নিয়ে যখন বিরোধীরা প্রশ্ন তুলছেন, তখন বারাণসীতে জবাব দিলেন মোদি । বললেন, অনেকেরই ধারণা, এই লক্ষ্যে পৌঁছাতে সময় লাগবে, বা এটা অসম্ভব।
তবে বাজেটেও এই লক্ষ্যমাত্রা নিয়ে বার্তা দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী—ধনীর উপর কর চাপিয়ে, মধ্যবিত্তের সামান্য সুরাহা করে, গ্রাম-গরিব-মহিলার উপরে সদয় হয়েছেন তিনি। সমালোচকরা তাঁকে সমৃদ্ধ করে বলেন মোদি।

মোদির কথায়, পৃথিবীর উন্নয়নশীল দেশ পরিশ্রমের মাধ্যমে নিজেকে কোথায় নিয়ে গিয়েছে । এটা ভারতের সময়।
সেই সঙ্গে বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, যাঁরা ভাবছেন, 5 লক্ষ কোটি ডলার অর্থনীতির লক্ষ্যমাত্রা সঠিক নয়, তাঁরা আসলে পেশাদার নৈরাশ্যবাদী ।

আজ বারাণসীতে বিমানবন্দরে প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর মূর্তি উন্মোচন করেন মোদি । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে পাশে নিয়ে গাছের চারা লাগানোর কর্মসূচিতেও অংশ নেন। একইসঙ্গে বৃক্ষরোপণ করেও নতুন অভিযানেরও ডাক মোদির।

Last Updated : Jul 6, 2019, 4:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details