শোপিয়ান, ৩ মে : শোপিয়ানে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম দুই জঙ্গি। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই হয় । সেই লড়াইয়ে দুই জঙ্গি নিহত হয়েছে । গুলির লড়াইয়ে এক জওয়ান আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
শোপিয়ানে নিকেশ ২ জঙ্গি, মৃত নাগরিক - one injured
নিরাপত্তাবাহিনীর তল্লাশির সময় গুলি চালাতে শুরু করে জঙ্গিরা । নিরাপত্তাবাহিনীর প্রত্যাঘাতে শোপিয়ানে খতম দুই জঙ্গি । আহত এক জওয়ান । মৃত এক নাগরিক । এলাকায় বন্ধ মোবাইল ও ইন্টারনেট পরিষেবা।
ছবিটি প্রতীকী
আজ সকালে শোপিয়ানের ইমাম সাহেব অঞ্চলের আধখাড়া গ্রামে জঙ্গিদের খোঁজার জন্য তল্লাশি করছিল নিরাপত্তাবাহিনী। সেই সময় দুই জঙ্গী গুলি চালায়। মৃত্যু হয় এক সাধারণ নাগরিকের। এরপর শুরু হয় সেনা-জঙ্গি গুলির লড়াই। দুই জঙ্গির মৃত্যুর পর গুলির লড়াই থামলেও এলাকার পরিস্থিতি এখনও থমথমে। আরও জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী।
এদিকে সুরক্ষা ব্যবস্থার অঙ্গ হিসেবে শোপিয়ানে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ রেখেছে প্রশাসন।