কুলগাম(জম্মু ও কাশ্মীর), 25 মে : কুলগামে ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম IS -এর জম্মু ও কাশ্মীর শাখার দুই জঙ্গি । ওই দুই জঙ্গির নাম আদিল আহমেদ ওয়ানি আলিয়াস ওরফে আবু ইব্রাহিম ও শাহিন বাসির থোকার । দু'জনেই কাশ্মীরের বাসিন্দা ।
কুলগামে খতম 2 জঙ্গি - কুলগামে গুলির লড়াইয়ে সেনার হাতে নিকেশ 2 জঙ্গি
আজ IS-এর দুই জঙ্গির সঙ্গে কুলগামের মন্জ়গাম এলাকায় গুলির লড়াই চলে CRPF ও পুলিশের যৌথ দলের । তখনই সেনার গুলিতে খতম হয় ওই দুই জঙ্গি ।
আদিল আহমেদ 2017-র 12 সেপ্টেম্বর থেকে IS-এর সক্রিয় সদস্য হিসেবে কাজ করছে । শাহিন বাসির গত বছর 15 অগাস্ট IS-এ যোগ দেয় । এই শাহিন বাসির আগে লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত ছিল ।
আজ এই দুই জঙ্গির খোঁজে তল্লাশি শুরু হয়। মিরওয়ানি গ্রামের কিছু বাড়ি ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী । পাশাপাশি সেখানকার বাসিন্দাদের বের করে আনা হয় । এরপর এই দুই জঙ্গির সঙ্গে কুলগামের মন্জ়গাম এলাকায় গুলির লড়াই চলে CRPF ও পুলিশের যৌথ দলের । তখনই নিরাপত্তাকর্মীদের গুলিতে নিকেশ হয় ওই দুই জঙ্গি ।