পটনা, 4 জুলাই : গত 24 ঘণ্টায় বিহারে বাজ পড়ে মৃত্যু হল 23 জনের । তারা প্রত্যেকেই লক্ষ্মীসরাই, গয়া, বাঙ্কা, জামুই, সমস্তিপুর, বৈশালী, নালন্দা ও ভোজপুরের বাসিন্দা । মৃতদের পরিবারপিছু 4 লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ।
বিহারে বাজ পড়ে মৃত 23 - twenty three people died
বাজ পড়ে মৃত্যুর ঘটনা দিন দিন বাড়ছে উত্তর ভারতের রাজ্যগুলিতে । বিহারের পাশাপাশি উত্তরপ্রদেশেও বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ছে । বজ্রপাত থেকে বাঁচতে দামিনী অ্যাপ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ।
বেশ কিছুদিন ধরেই বিহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হচ্ছে অনেকের । গত সপ্তাহে একদিনে প্রায় 83 জনের মৃত্যু হয়েছিল । 2 জুলাই বজ্রাঘাতে মৃত্যু হয় 26 জনের ।
বাজ পড়ে মৃত্যুর ঘটনা দিন দিন বাড়ছে উত্তর ভারতের রাজ্যগুলিতে । বজ্রপাত থেকে বাঁচতে দামিনী অ্যাপ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা । ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেরোলজি (IITM)-র তরফে উদ্বোধন করা হয় এই অ্যাপের ৷ এই ফ্রি মোবাইল অ্যাপ মানুষকে বজ্রপাত নিয়ে সতর্ক করতে পারে ৷ 2018 সালে উদ্বোধন করা হয় এই অ্যাপটির ৷ যে কোনও জায়গায় বজ্রপাত হওয়ার 35-40 মিনিট আগে মানুষকে সতর্ক করতে পারে এই অ্যাপ ৷