মুম্বই, 26 নভেম্বর : তারিখটা ছিল 26 নভেম্বর৷ আজকের তারিখ৷ শুধু সাল বদলেছে৷ কেটে গেছে 12টা বছর৷ 2008 সালে আজকের দিনেই দশকের সব থেকে বড় জঙ্গি হামলার শিকার হয়েছিল বাণিজ্য নগরী৷ ঘন ঘন এ কে 47-এর গুলির শব্দে রাতের ঘুম উরেছিল মুম্বইবাসীর৷ নাশকতাবাদীদের গুলিতে প্রাণ হারিয়ে ছিলেন অন্তত 197 জন৷ আহত হয়েছিলেন 600 জন৷ এক রাতে কামা হাসপাতাল, ছত্রপতি শিবাজি টার্মিনাস, ওবেরয় হোটেল, তাজ হোটেল, লিওপোল্ড ক্যাফে, ও মুম্বই ছাবাদ হাউস সহ মোট ছয়টি উল্লেখযোগ্য জায়গায় হামলা চালায় নাশকতাবাদীরা৷ রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছিল হামলার তীব্রতাও৷ নাশকতা রুখতে তৎপর হয় মুম্বই পুলিশ৷ সংঘর্ষে প্রাণ হারান পুলিশকর্মী আহতও হন বেশ কয়েকজন৷ এই ঘটনার পর কেটে গেছে এক যুগ৷ তবে থেমে যায়নি মুম্বইয়ের প্রাণ৷ উলটে আরও পাঁচগুণ বেশি গতিতে ছুটছে সারা শহর৷ সময়ের সঙ্গে সঙ্গে সেই রাতের জখম অনেকটাই ভরাট হয়েছে ঠিক৷ কিন্তু মুম্বইবাসীর স্মৃতিতে এখনও চাটকা সেই আঘাত৷
মুম্বইয়ের অন্যতম ব্যস্ত রেল স্টেশন ছত্রপতি শিবাজী টার্মিনাস৷ প্রতিদিন কয়েক হাজার যাত্রী নিজেদের গন্তব্যে যাতায়াত করে এই স্টেশন থেকে৷ ওই দিন সময়টা ছিল ঘরে ফেরার৷ সারাদিন কাজ-কর্ম সেরে নিজের আস্থানায় ফেরার জন্য প্রতিদিনের মতোই ওই রাতেও স্টেশনে ট্রেনের অপেক্ষায় ছিলেন কয়েক হাজার যাত্রী৷ এমন সময় লিওপোল্ড ক্যাফেতে হয় প্রথম হামলা ৷