দিল্লি, 18 জুলাই : চরবৃত্তির অভিযোগে কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল পাকিস্তান সামরিক আদালত । তৎপর হয় ভারতের বিদেশমন্ত্রক । বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ন্যায় আদালত (ICJ)-এ অভিযোগ জানায় ভারত । অবশেষে গতকাল পাকিস্তানকে মৃত্যুদণ্ডের রায়ের পুনর্বিবেচনা করার নির্দেশ দেয় আন্তর্জাতিক ন্যায় আদালত (ICJ) । রায়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন, "সত্য ও ন্যায়ের জয় হয়েছে ।"
পাকিস্তানের দাবি, গুপ্তচরবৃত্তির অভিযোগে 2016 সালে বালুচিস্তান থেকে গ্রেপ্তার করা হয় 49 বছর বয়সি কুলভূষণকে । যদিও পাকিস্তানের সেই দাবি উড়িয়ে দিয়ে ভারত জানায়, ইরানে কুলভূষণের ব্যবসা রয়েছে । সেখান থেকে তাঁকে অপহরণ করা হয়েছে । সেবছরই কুলভূষণের সঙ্গে ভারতীয় হাইকমিশনের অফিসারদের দেখা করার অনুমতি চায় দিল্লি । কিন্তু, সেই আর্জি খারিজ করে দেয় পাকিস্তান । 2017 সালের এপ্রিলে কুলভূষণকে মৃত্যুদণ্ড দেয় পাকিস্তানের সামরিক আদালত ।