পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

থানার মধ্যেই IPFT কর্মীকে সপাটে চড় ত্রিপুরা কংগ্রেস সভাপতির

IPFT(ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা) কর্মীকে সপাটে চড় মারলেন ত্রিপুরার কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ দেব বর্মণ । ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো ।

CCTV ফুটেজ

By

Published : Apr 19, 2019, 8:56 AM IST

Updated : Apr 19, 2019, 9:14 AM IST

আগরতলা, 19 এপ্রিল : থানার মধ্যে ঢুকে এক IPFT(ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা) কর্মীকে সপাটে চড় মারলেন ত্রিপুরার কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ দেব বর্মণ । ভাইরাল হয়েছে সেই CCTV ফুটেজ । পুলিশের সামনেই আইন হাতে তুলে নেওয়ায় বিতর্কে জড়িয়েছেন তিনি । এই ঘটনার কট্টর সমালোচনা করেছে শাসকদল BJP ।

ত্রিপুরা(পূর্ব) লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন প্রদ্যুৎ দেব বর্মণের দিদি প্রজ্ঞা দেব বর্মণ । গতকাল খোয়াই জেলার তুলাশিখর এলাকায় নির্বাচনী প্রচারে গেছিলেন তিনি । অভিযোগ, ফেরার সময় তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ার চেষ্টা করে কয়েকজন ব্যক্তি । এই ঘটনায় গ্রেপ্তার হয় এক IPFT কর্মী।

CCTV ফুটেজে দেখা যাচ্ছে, লাল জামা পড়ে ওই ব্যক্তি থানার বেঞ্চে বসেছিল। আচমকাই কর্মীদের নিয়ে থানায় ঢোকেন প্রদ্যুৎবাবু । তাঁকে দেখে নমস্কার করে সে । এরপরই কর্তব্যরত পুলিশ অফিসারের সামনে অভিযুক্তকে সপাটে চড় মারেন তিনি । রীতিমতো শাসাতে দেখা যায় তাঁকে। তখনও নমস্কার করে চলেছে ওই IPFT কর্মী ।

পাথর ছোঁড়ার অভিযোগ অস্বীকার করেছে IPFT। তবে চড় মারার ঘটনায় সমালোচনায় মুখর হয়েছে BJP । BJP নেতা রতনলাল নাথ বলেন, "CCTV ফুটেজ দেখে স্বচ্ছভাবে বোঝা যাচ্ছে প্রদ্যুৎবাবু কীভাবে বিরোধীদের সঙ্গে অশোভন আচরণ করছেন । থানার মধ্যে যদি তিনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন, তাহলে কাউকে খুন করাও তাঁর পক্ষে অসম্ভব কিছু নয় ।"

Last Updated : Apr 19, 2019, 9:14 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details