দিল্লি, 13 ডিসেম্বর : 2001 সালে সংসদ ভবনে জঙ্গি হামলার ঘটনায় শহিদদের শ্রদ্ধা জানানো হল রবিবার । 19 বছর আগে আজকের দিনে সংসদে হামলা চালায় জঙ্গিরা । দিনটিকে স্মরণে রেখে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । লেখেন, "আমরা কোনওদিন ভুলব না 2001 সালের আজকের দিনের কাপুরুষোচিত সংসদ হামলার কথা । মনে রাখব যাঁরা আমাদের সংসদকে রক্ষা করতে মহান ত্যাগ ও বীরত্বের পরিচয় দিয়েছেন । ভারত তাঁদের কাছে চিরকৃতজ্ঞ ।"
2001 সালে সংসদ হামলায় শহিদদের শ্রদ্ধার্ঘ্য
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন, "আমরা কোনওদিন ভুলব না 2001 সালের আজকের দিনের কাপুরুষোচিত সংসদ হামলার কথা।"
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইট করেন, "জাতি মনে রাখবে বীর সেই শহিদদের যাঁরা সেদিন সংসদ ভবনকে বাঁচাতে জীবন উৎসর্গ করেছিলেন । শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই আত্মত্যাগীদের যাঁরা গণতন্ত্রের মন্দিরকে অক্ষত রেখেছিলেন । তাঁরা জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা ।" ওম বিড়লা টুইট করেন, "আমার ব্যক্তিগত শ্রদ্ধা রইল সেই নিরাপত্তারক্ষীদের প্রতি যাঁরা সংসদকে বাঁচাতে 2001 সালের আজকের দিনে জীবন হারিয়েছিলেন । তাঁদের আনুগত্য ও বীরত্ব সন্ত্রাসবাদের বিরুদ্ধ লড়াইকে শক্তি দেবে ।"
সংসদ হামলার শহিদদের শ্রদ্ধা জ্ঞাপন করতে আজ একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান হয় সংসদে । 2001 সালের 13 ডিসেম্বর সকাল 10টা বেজে 30 মিনিটে প্রচুর অস্ত্রসস্ত্র-সহ 5 জঙ্গি সংসদ ভবনে হামলা চালায় । তারা জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা ও জইশ-এ-মহম্মদের সদস্য ছিল । প্রায় 40 মিনিট জঙ্গি-নিরাপত্তা বাহিনী গুলির লড়াই চলে । ঘটনায় 13 নিরাপত্তারক্ষী-সহ 14 জনের মৃত্যু হয় ।