দিল্লি, 26 মে: লকডাউনে বিপুল ক্ষতির মুখে পড়েছে পর্যটন ব্যবসা ৷ তারই মাঝে অনেক হোটেলেরই সার্টিফিকেটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে বা শেষ হতে চলেছে ৷ হোটেল ব্যবসায়ীদের কথা ভেবেই পর্যটন মন্ত্রক সমস্ত হোটেল ও অন্যান্য অতিথি নিবাসের প্রজেক্টের অনুমতি ও স্টার রেটিংয়ের বিভাগের সার্টিফিকেটের মেয়াদ 30 জুন অবধি বাড়িয়ে দেওয়া হল ৷
আজ পর্যটন মন্ত্রকের তরফ থেকে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ‘‘হোটেল ও অন্যন্য অতিথি নিবাসগুলির যাদের প্রজেক্টের অনুমোদন বা স্টার রেটিংয়ের অনুমোদন বা পুনর্নবীকরণের মেয়াদ শেষ হয়ে গিয়েছে বা শেষ হতে চলেছে (24 মার্চ থেকে 29 জুন অবধি), তাদের মেয়াদ 30 জুন অবধি বাড়িয়ে দেওয়া হল ৷’’