পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

topnews @ 9 am
টপ নিউজ় @ সকাল 9 টা

By

Published : Nov 3, 2020, 9:00 AM IST

1. বিহারে শুরু হল দ্বিতীয় দফার ভোটগ্রহণ

17টি জেলার 94টি বিধানসভা আসনে আজ ভোটগ্রহণ ।

2. পুজোর ছুটির পর সচিবপর্যায়ে ব্যাপক রদবদল নবান্নের

পুজোর ছুটির পরেই জেলাশাসক ও সচিব পর্যায়ে একাধিক রদবদল করল নবান্ন । জলপাইগুড়ি, উত্তর 24 পরগনা সহ একাধিক জেলায় জেলাশাসকের পরিবর্তন হল ।

3. CBI-র হাতে গ্রেপ্তার কাস্টমসের দুই কর্মী, আজ আদালতে পেশ

কাস্টমস ডিউটি ফাঁকি দিয়ে বিভিন্ন যন্ত্রে ব্যবহৃত চাকতি বাংলাদেশে রপ্তানির অভিযোগ কাস্টমসের ডেপুটি কমিশনার বিকাশ কুমার দুবে এবং ব্যবসায়ী জ্যোতি বিশ্বাসের বিরুদ্ধে । পাশাপাশি চন্দন কাঠ দুর্নীতির অভিযোগ সন্দীপ কুমার দীক্ষিত নামে এক কাস্টমস সুপারিনটেনডেন্ট এবং ব্যবসায়ী সুধীর কুমার ঝায়ের বিরুদ্ধে । গ্রেপ্তার হওয়া চারজনকেই আজ CBI আদালতে তোলা হবে ।

4. ভিয়েনায় বন্দুকবাজের হামলা, মৃত 2

অস্ট্রিয়ায় লকডাউন শুরু আগে সোমবার বিভিন্ন রেস্টুরেন্ট ও বার-এ সাধারণ মানুষের ভিড় ছিল ।

5. "যাত্রীদের নেগেটিভ রিপোর্ট ছিল", চিনকে জবাব এয়ার ইন্ডিয়ার

"বন্দে ভারত মিশন"-এ ভারত থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে উহান পৌঁছান যাত্রীরা । শুক্রবার সেখানে তাঁদের কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে বলে দাবি করে চিন ।

6. কলকাতা মেডিকেলে একসঙ্গে 25 নার্স কোরোনায় আক্রান্ত

COVID-19-এ আক্রান্ত এই 25 জন নার্সের মধ্যে 6 জন ভরতি রয়েছেন এই হাসপাতালে । বাকি 19 জনের চিকিৎসা চলছে বাড়িতে, হোম আইসোলেশনে ।

7. প্রয়াত বিখ্যাত বেহালা বাদক টি এন কৃষ্ণন

বিখ্যাত বেহালা বাদক টি এন কৃষ্ণনের চেন্নাইয়ে মৃত্যু হয় । দিল্লি বিশ্ববিদ্যালয়ে স্কুল অফ মিউজ়িক অ্যান্ড ফাইন আর্টস বিভাগেও শিক্ষাকতা করেছেন তিনি ।

8. লকডাউনের ধাক্কা কাটিয়ে ফের চেনা ছন্দে ফিরছে জয়ন্তী পর্যটন কেন্দ্র

কোরোনা পরিস্থিতিতে পর্যটন ক্ষেত্রে বড় প্রভাব পড়েছে । জয়ন্তী পর্যটনকেন্দ্রেও একই প্রভাব পড়েছিল । তবে পরিস্থিতি বদলাচ্ছে । জয়ন্তী-র আকর্ষণই মানুষকে টেনে আনছে । আপাতত আলিপুরদুয়ার , কোচবিহার , জলপাইগুড়ি , শিলিগুড়ি থেকে বেশি মানুষ আসছেন । কলকাতা-সহ দক্ষিণবঙ্গ থেকেও ছুটি উপভোগ করতে আসছেন অনেকে । উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী সবকটি ট্রেন চালু হলে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে ।

9. আজ মুম্বইয়ের মুখোমুখি হায়দরাবাদ, ম্যাচের ফলে নির্ভর করছে KKR-র ভাগ্য

টুর্নামেন্ট এগোনোর সঙ্গে সঙ্গে শারজার পিচের ব্যপক পরিবর্তন হয়েছে । IPL শুরুর দিকে শারজায় রানের ঝড় উঠলেও বর্তমানে পিচ স্লো হয়ে গেছে । শেষ কয়েকটি ম্যাচে স্কোর 150-র আশপাশে ছিল । ফলে মঙ্গলবারও শারজায় যারা দ্বিতীয় ব্যাটিং করবে তারা অ্যাডভান্টেজ পাবে ।

10. আজ বিহারে দ্বিতীয় দফার ভোট, নজরে 94 টি আসন

RJD-বাম-কংগ্রেস মহাজোট ক্ষমতায় এলে বিহারের নতুন মুখ্যমন্ত্রী হওয়ার কথা রয়েছে তেজস্বীর । বৈশালী জেলার রঘোপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

ABOUT THE AUTHOR

...view details