পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7টা

আমফানে বিধ্বস্ত পশ্চিমবঙ্গকে এক হাজার কোটি টাকার সাহায্যের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী ৷ অন্যদিকে বিদ্যুত ও জলের দাবিতে কলকাতার বিভিন্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন সাধারণ মানুষের ৷

Top news
টপ নিউজ়

By

Published : May 22, 2020, 7:00 PM IST

1.আমফান : পশ্চিমবঙ্গের জন্য 1 হাজার কোটি টাকা সাহায্য়ের ঘোষণা প্রধানমন্ত্রীর

পশ্চিমবঙ্গের জন্য এক হাজার কোটি টাকা সাহায্যের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী । পাশাপাশি আমফানে মৃতদের পরিবারপিছু 2 লাখ টাকা করে ও আহতদের 50 হাজার টাকা করে দেওয়া হবে বলে, জানান তিনি ।

2.নেই বিদ্যুৎ, পানীয় জল; কলকাতার একাধিক এলাকায় অবরোধ-বিক্ষোভ

আমফানের জেরে টানা বিদ্যুৎহীন একাধিক এলাকা । দেখা দিয়েছে পানীয় জলের সমস্যা । এই অবস্থায় ধৈর্যের বাঁধ ভাঙছে কলকাতার একাধিক এলাকার বাসিন্দাদের । আজ একাধিক জায়গায় দেখানো হয় বিক্ষোভ ।

3. ঋণের কিস্তি আরও 3 মাস স্থগিত, ঘোষণা RBI গভর্নরের

লকডাউনের কারণে মানুষের আয়ের পরিমাণ কমে যাওয়ায় তাঁদের সুবিধার জন্য আগেই ঋণের কিস্তি তিন মাসের জন্য স্থগিত করা হয়েছিল রিজ়ার্ভ ব্যাঙ্কের তরফে । আজ আরও তিন মাসের জন্য ঋণের কিস্তি স্থগিত রাখার কথা ঘোষণা করেন ।

4.অবতরণের আগেই পাকিস্তানে শতাধিক যাত্রী নিয়ে ভেঙে পড়ল বিমান

107 জনকে নিয়ে লাহোর থেকে করাচির দিকে যাচ্ছিল । নামার কয়েক মুহূর্ত আগেই ভেঙে পড়ল বিমান । এখনও পর্যন্ত মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি ।

5.135 কোটির দেশে কোরোনা আক্রান্ত মাত্র 1 লাখ : হর্ষ বর্ধন

আজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র এগজ়িকিউটিভ বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব নেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন । বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আজ পর্যন্ত দেশে মৃত্যুর হার মাত্র তিন শতাংশ । 135 কোটি মানুষের দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা মাত্র এক লাখ ।"

6. অনলাইন বুকিংয়েও টিকিটের কালোবাজারি, 14 জনকে গ্রেপ্তার RPF-র

সংরক্ষিত ও পছন্দমতো সিট পেতে একাধিক ব্যক্তিগত ID ব্যবহার করে অনলাইন টিকিট কাটা শুরু করে দালালদের একাংশ । RPF সম্প্রতি অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করেছে 6 লাখেরও বেশি টাকার টিকিট । গ্রেপ্তার IRCTC এজেন্টসহ 14 জন ।

7.অবসরপ্রাপ্ত হোমগার্ড ও NVF কর্মীদের পাশে বাঁকুড়া জেলা পুলিশ

অবসরপ্রাপ্ত হোমগার্ড ও NVF কর্মীদের পাশে দাঁড়াল বাঁকুড়া জেলা পুলিশ । আজ অবসরপ্রাপ্ত হোমগার্ড ও NVF কর্মীদের পাশাপাশি দুস্থদের হাতেও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় ।

8.আরও 3 দেহ উদ্ধার ওয়ারাঙ্গলের কুয়োতে

আবারও কুয়ো থেকে উদ্ধার হল 3 জনের মৃতদেহ । গতকাল 4 জনের দেহ উদ্ধারের পর আজ আবার তেলাঙ্গানার ওয়ারঙ্গল জেলার গৌরেকুন্টা এলাকা থেকে উদ্ধার হয় ৩টি দেহ । তদন্তের স্বার্থে ডগ স্কোয়াডকে কাজে লাগিয়ে প্রমাণ উদ্ধারের চেষ্টা করছে পুলিশ । গতকাল ও আজ মিলিয়ে মোট 7 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে ।

9.ICC-র প্রেসিডেন্ট পদে কাউকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়নি, জানাল দক্ষিণ আফ্রিকা বোর্ড

বর্তমানে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর পদে রয়েছেন স্মিথ । তাই নিয়ম না মেনে প্রকাশ্যে সৌরভের নাম তুলে ধরায় ICC-র রোষানলে পড়ার আশঙ্কা করছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ।

10.রাজ্যে কবে শুটিং শুরু ? কী বলছে আর্টিস্ট ফোরাম

কনটেনমেন্ট জ়োন ছাড়া বাংলায় প্রোডাকশনের অনুমতি দেওয়া হয়েছে । এদিকে এই পরিস্থিতিতে বাংলার শুটিং শুরু নিয়ে কী ভাবছে আর্টিস্ট ফোরাম ? খোঁজ নিল ETV ভারত সিতারা ।

ABOUT THE AUTHOR

...view details