1. ব্রিটেনের নেতৃত্বে ভার্চুয়াল গ্লোবাল ভ্যাক্সিন সামিটে অংশ নেবে ভারত
সম্মেলনের আয়োজকদের তরফে জানানো হয়েছে, ভারতের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা কোনও উচ্চপদস্থ ব্যক্তি লাইভ অংশ নেবেন । কিংবা একটি রেকর্ড করা ভিডিয়ো বার্তা পাঠাবেন । অন্যান্য 35টি দেশের প্রধানও এই সামিটে বার্তা পাঠাবেন বা লাইভ অংশ নেবেন । মূলত, ভবিষ্যৎ প্রজন্মকে ভ্যাক্সিন দ্বারা সুরক্ষিত করার কথা মাথায় রেখে অন্তত 7.4 বিলিয়ন অ্যামেরিকান ডলার ‘গাভি’-তে বিনিয়োগই লক্ষ্য । রাষ্ট্রসংঘ সমর্থিত ‘গাভি’ বিশ্বে ভ্যাক্সিন সমন্বয় করে ।
2. আমফান বিধ্বস্ত পরিস্থিতি পরিদর্শনে বিকেলেই রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল
আগামীকাল আমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে শনিবার নবান্নে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা-সহ শীর্ষস্থানীয় আধিকারিকদের সঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি দল বৈঠক করবেন বলে জানা গেছে ।
3. প্রয়াত পরিচালক বাসু চট্টোপাধ্যায়
প্রয়াত বাসু চট্টোপাধ্যায় । 93 বছর বয়সে পরলোকে পাড়ি দিলেন এই সুপরিচিত চলচ্চিত্র পরিচালক । PTI সূত্রে জানা যাচ্ছে এই খবর ।
4. এপ্রিলে কোরোনা আক্রান্ত হয়েছিলেন জর্জ ফ্লয়েড
মুখ্য মেডিকেল পরীক্ষক অ্যান্ড্রিউ বাকের জর্জের স্বাস্থ্যের বিবরণ বিস্তারিত প্রকাশ করেন । তিনি এও জানান, 3 এপ্রিল কোরোনা সংক্রমিত হয়েছিলেন জর্জ ফ্লয়েড । কিন্তু তাঁর শরীরে কোরোনার কোনও উপসর্গ ছিল না ।
5. প্রতিদিনই রেকর্ড সংখ্যক আক্রান্ত, 24 ঘণ্টায় দেশে সংক্রমিত 9,304
পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায়, মানুষজন রাস্তায় বের হওয়ায় কোরোনা সংক্রমণ আরও বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।