1.মেকানিক্যাল ভেন্টিলেশনে বুদ্ধদেব ভট্টাচার্য, হাসপাতালে মমতা
বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মেকানিক্যাল ভেন্টিলেশনে রাখা হয়েছে ৷ সেখানে অক্সিজেনের স্যাচুরেশন 95 শতাংশ বজায় রাখা হয়েছে ৷ তবে তাঁর পালস ও ব্লাড রিপোর্ট স্থিতিশীল আছে ৷ তাঁকে আইভি অ্যান্টিবডি দেওয়া হয়েছে ৷
2."দ্রুত সেরে উঠুন বুদ্ধদেব", সুচেতনার কাঁধে হাত রেখে বললেন মমতা
হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,"তিনি মেকানিক্যাল ভেন্টিলেশনে রয়েছেন ।
3.বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে বিমান-সূর্যরা
হাসপাতালে ভরতি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৷ শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় আজ দুপুরে তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷ তাঁকে দেখতে হাসপাতালে আসেন সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র ও বিমান বসু ৷ হাসপাতাল থেকে বেরিয়ে তাঁরা জানান, বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থা সংকটজনক ।
4.ফের কেন্দ্রের প্রস্তাব খারিজ, আরও বড় আন্দোলনের পথে কৃষকরা
আরও বড়সড় আন্দোলনের পথে নামতে চলেছে কৃষক সংগঠনগুলি । জাতীয় সড়ক অবরোধের পাশাপাশি একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে ।
5.না জানিয়ে ময়নাতদন্ত, পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের উলেন রায়ের স্ত্রীর
পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন মৃত বিজেপি কর্মী উলেন রায়ের স্ত্রী । তাঁর অভিযোগ, তাঁদের না জানিয়েই ময়নাতদন্ত করেছে পুলিশ । সোমবার উত্তরকন্যা অভিযানে যোগ দিতে গিয়ে মৃত্যু হয় উলেন রায়ের । পুলিশের গুলিতেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে বিজেপি । যদিও ময়নাতদন্তের রিপোর্ট দেখে পুলিশের তরফে জানানো হয় যে শটগানের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে । এই শটগান বা ছররা গুলি তারা ব্যবহার করে না বলেও দাবি করে পুলিশ । এদিকে গতকালই উলেন রায়ের মৃতদেহের ফের ময়নাতন্তের নির্দেশ দেয় জলপাইগুড়ি আদালত ।