পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সকাল 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

ছবি
ছবি

By

Published : Nov 24, 2020, 9:00 AM IST

1.আজ প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক মমতার, থাকবেন আরও 7 মুখ্যমন্ত্রী

কোরোনা প্রতিষেধক আসার পর তা কীভাবে স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে প্রথম সারির কোরোনা যোদ্ধাদের কাছে পৌঁছে দেওয়া হবে, সেই রূপরেখা নিয়েও আট রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী।

2.জল থেকে তোলা হল ডুবে যাওয়া ভেসেল, নিখোঁজ কয়েকজন

ঘটনাস্থানের দিকে রওনা দিয়েছেন জেলাশাসক ও পুলিশ সুপার ৷ যাচ্ছে সিভিল ডিফেন্সও ৷ ইতিমধ্যে ঘটনাস্থানে পৌঁছেছেন মালদা জেলা পরিষদের সভাপতি ৷ রয়েছে মানিকচক থানার পুলিশ ৷

3.এবার ছত্তিশগড়, কিশোরীকে গণধর্ষণের অভিযোগ

ছত্তিশগড়ে 14 বছরের এক আদিবাসী কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল । বন্ধুর থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে চার যুবক । ছত্তিশগড়ের করধাওয়া টাউনের ঘটনা ।

4.ED-র নোটিস BJP-র গেম : ফিরহাদ

নারদকাণ্ডে ED নোটিস পাঠাল তৃণমূলের তিন শীর্ষ নেতা ফিরহাদ হাকিম, মদন মিত্র ও প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ৷ সম্পত্তি ও আয় ব্যয় হিসাব সহ যাবতীয় তথ্য জমা দিতে বলা হয়েছে এই নোটিসে। কিন্তু এই নোটিসকে আদৌ কোনও গুরুত্ব দিতে রাজি নন ফিরহাদ ৷ তাঁর কাছে এই নোটিস BJP-র গেম ৷

5.4 রাজ্য থেকে আগতদের কোরোনা পরীক্ষা বাধ্যতামূলক করল মহারাষ্ট্র

দিল্লি, গুজরাত, রাজস্থান ও গোয়া থেকে মহারাষ্ট্রে আগত প্রত্যেক যাত্রীর জন্য RT-PCR পরীক্ষা বাধ্যতামূলক করল মহারাষ্ট্র সরকার । প্রত্যেকের কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হতে হবে ।

6.ডিসেম্বরে মুর্শিদাবাদে সভা করতে পারেন আসাদউদ্দিন ওয়েইসি

ETV ভারতের পক্ষ থেকে যোগাযোগ করা হলে AIMIM-র সর্বভারতীয় মুখপাত্র এবং দলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক আসিম ওয়াকার বলেন, ‘‘এখনো পর্যন্ত সভার কোনও তারিখ ঠিক হয়নি । কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এবং তারপরেই আমরা আমাদের পরবর্তী কার্যক্রমের কথা জানাব বিশদে ৷"

7.মেডিকেল কলেজগুলিতে চিকিৎসকদের নিয়োগকে দুর্নীতিমুক্ত করার দাবি

সরকারি চিকিৎসকদের সংগঠনের তরফে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে চিকিৎসকদের নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে । দেখা গিয়েছে, MD অথবা MS-এর ডিগ্রি রয়েছে এমন প্রার্থীদের বাদ দিয়ে শুধুমাত্র MBBS-এর ডিগ্রিধারী প্রার্থীদের নিয়োগ করা হয়েছে । এমন-ও দেখা গিয়েছে, ইন্টারভিউতে অনেক কম নম্বর পেয়েছেন যোগ্য প্রার্থী ।

8.ISL -এ প্রথম ক্লিন শিট রেখে ওড়িশা FC-কে হারাল হায়দরাবাদ FC

অভিষেককারী আরিদানে সান্টানা 35 মিনিটে হায়দরাবাদের হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন ৷ আর এই গোলটাই দুটি দলের পার্থক্য গড়ে দেয় ৷ একইসঙ্গে ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে প্রথম ক্লিন শিট রাখতে সক্ষম হয় হায়দরাবাদ ৷

9.বেঙ্গল টি-20-র হাত ধরে ময়দানে ফিরছে ক্রিকেট

কোরোনা প্যানডেমিক পরিস্থিতি এখনও অব্যাহত ৷ তাই অংশগ্রহণকারী ছয় দলের ক্রিকেটারদের কোরোনা পরীক্ষা করা হয়েছে । তাতেই অভিমন্যু ঈশ্বরণসহ ছয় ক্রিকেটারের আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে । বাকিদের সবাই সুস্থ এবং তাঁদের জৈব সুরক্ষা বলয়ে রাখা হয়েছে ।

10.FIR বাতিল করার আবেদন কঙ্গনার

বম্বে হাইকোর্টে পিটিশন ফাইল করলেন কঙ্গনা রানাওয়াত । তাঁর এবং দিদি রঙ্গোলি চান্দেলের বিরুদ্ধে মুম্বই পুলিশের করা FIR বাতিল করার আবেদন জানালেন অভিনেত্রী ।

ABOUT THE AUTHOR

...view details