পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news @ 9pm
টপ নিউজ় @ রাত 9 টা

By

Published : Dec 23, 2020, 9:09 PM IST

1. নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান শুরু

আজ সকাল 10টা 30 মিনিটে নোয়াপাড়া থেকে বরানগর হয়ে দক্ষিণেশ্বরের উদ্দেশে যাত্রা করে মেট্রো ৷ ট্রায়াল রানে কলকাতা মেট্রোর জেনেরাল ম্যানেজার সহ অন্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন ।

2. কৃষকদের সঙ্গে থাকার বার্তা মমতার, সিঙ্ঘু বর্ডারে তৃণমূলের 5 সাংসদ

দিল্লি ও হরিয়ানা পুলিশ বিভিন্নভাবে এই আন্দোলন তুলে দেওয়ার চেষ্টা করে । এমনকী কোরোনা বিধিভঙ্গের দায়ে গ্রেপ্তারির হুমকিও দেওয়া হয়েছে । কিন্তু, কিছুতেই তাঁদের অবস্থান থেকে টলানো যায়নি কৃষকদের । এদিকে একাধিকবার আলোচনায় বসলেও আইন বাতিল না করার সিদ্ধান্তে অনড় কেন্দ্রও ।

3. এজেসি বোস রোড উড়ালপুলে দুর্ঘটনা, আহত 26

এজেসি বোস রোড উড়ালপুলে গাড়ি উলটে আহত হলেন 26 জন ৷ আহতদের ন্যাশনাল মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷

4. মন্ত্রিসভার বৈঠকে গরহাজির থাকলেও বিধানসভার অনুষ্ঠানে মধ্যমণি রাজীব

গতকালের মন্ত্রিসভার বৈঠকে যেহেতু গরহাজির ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় সে কারণে তাঁকে নিয়ে তৈরি হয়েছিল সংশয় । আজ পুষ্পমেলা প্রদর্শনী অনুষ্ঠানে রাজীব উপস্থিত থাকবেন না বলেই মনে করেছিলেন শাসক ও বিরোধী দলের একাংশ । কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এসেছিলেন তিনি ।

5. বিধানসভা নির্বাচনে তৃণমূল 76টা আসন পেয়ে দেখাক, চ্যালেঞ্জ শমীকের

"আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল 76টা আসন পেয়ে দেখাক ৷ আবার রিপিট করছি সেভেনটি সিক্স ৷" আজ এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য ৷ তৃণমূল সাংসদ সৌগত রায় আজ কাঁথিতে বলেন,"নন্দীগ্রাম আন্দোলন কারও সুন্দর মুখ দেখে হয়নি ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হয়েছে ৷ কাঁথি কারও জমিদারি নয় ৷ পূর্ব মেদিনীপুর মমতাতেই আছে ৷ 99টি আসনও পাবে না বিজেপি ৷" আর এরই জবাবে একথা বলেন শমীকবাবু ।

6. জুন মাসে হতে চলেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা

পিছিয়ে গেল আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রস্তাবে সায় দিয়ে একথা ঘোষণা করল রাজ্য সরকার ৷

7. বাংলা সংগীত মেলার উদ্বোধনে লোকশিল্পীদের সঙ্গে নাচ মমতার

আজ বাংলা সংগীত মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানে লোকশিল্পীদের উত্তরীয় পরে সম্মান জানান তিনি । উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পীরাও । সেখানেই লোকশিল্পীদের সঙ্গে পা মেলান তিনি ।

8. 48 ঘণ্টা আগে কোরোনা পরীক্ষা, নেগেটিভ হলে মিলবে জগন্নাথ মন্দিরে প্রবেশ অনুমতি

কোরোনা পরিস্থিতির জেরে দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর খুলল পুরীর জগন্নাথ মন্দির ৷ তবে মন্দিরে প্রবেশে 48 ঘণ্টা আগে করা কোরোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ হলেই মিলবে মন্দিরে ঢোকার অনুমতি ৷

9. সামাদকে ছাড়ল ইস্টবেঙ্গল, একাধিক ফুটবলারকে ছাটছেন ফাওলার

লাল হলুদ দলে আসতে চলেছে পরিবর্তন । বদল হতে চলেছে একাধিক ফুটবলারের । আজই সামাদ আলি মণ্ডলকে রিলিজ অর্ডার ধরিয়ে দিলেন রবি ফাওলার । আগামীদিনে আরও সাত জনের নাম রয়েছে ওই তালিকায় ।

10. আবেদন পেয়ে বিশেষভাবে সক্ষম যুবককে সাহায্যের আশ্বাস মিমির

নন্দ জানা নামে এক যুবকের আবেদন চোখে পড়তেই সঙ্গে সঙ্গে তার উত্তর দেন মিমি । ওই যুবককে সাহায্যের আশ্বাস দিয়ে তিনি লেখেন, "নিশ্চয় করব । তোমার ফোন নম্বরটা মেসেজ করো ।"

ABOUT THE AUTHOR

...view details