1. নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান শুরু
আজ সকাল 10টা 30 মিনিটে নোয়াপাড়া থেকে বরানগর হয়ে দক্ষিণেশ্বরের উদ্দেশে যাত্রা করে মেট্রো ৷ ট্রায়াল রানে কলকাতা মেট্রোর জেনেরাল ম্যানেজার সহ অন্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন ।
2. কৃষকদের সঙ্গে থাকার বার্তা মমতার, সিঙ্ঘু বর্ডারে তৃণমূলের 5 সাংসদ
দিল্লি ও হরিয়ানা পুলিশ বিভিন্নভাবে এই আন্দোলন তুলে দেওয়ার চেষ্টা করে । এমনকী কোরোনা বিধিভঙ্গের দায়ে গ্রেপ্তারির হুমকিও দেওয়া হয়েছে । কিন্তু, কিছুতেই তাঁদের অবস্থান থেকে টলানো যায়নি কৃষকদের । এদিকে একাধিকবার আলোচনায় বসলেও আইন বাতিল না করার সিদ্ধান্তে অনড় কেন্দ্রও ।
3. এজেসি বোস রোড উড়ালপুলে দুর্ঘটনা, আহত 26
এজেসি বোস রোড উড়ালপুলে গাড়ি উলটে আহত হলেন 26 জন ৷ আহতদের ন্যাশনাল মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷
4. মন্ত্রিসভার বৈঠকে গরহাজির থাকলেও বিধানসভার অনুষ্ঠানে মধ্যমণি রাজীব
গতকালের মন্ত্রিসভার বৈঠকে যেহেতু গরহাজির ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় সে কারণে তাঁকে নিয়ে তৈরি হয়েছিল সংশয় । আজ পুষ্পমেলা প্রদর্শনী অনুষ্ঠানে রাজীব উপস্থিত থাকবেন না বলেই মনে করেছিলেন শাসক ও বিরোধী দলের একাংশ । কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে এসেছিলেন তিনি ।
5. বিধানসভা নির্বাচনে তৃণমূল 76টা আসন পেয়ে দেখাক, চ্যালেঞ্জ শমীকের
"আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল 76টা আসন পেয়ে দেখাক ৷ আবার রিপিট করছি সেভেনটি সিক্স ৷" আজ এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য ৷ তৃণমূল সাংসদ সৌগত রায় আজ কাঁথিতে বলেন,"নন্দীগ্রাম আন্দোলন কারও সুন্দর মুখ দেখে হয়নি ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হয়েছে ৷ কাঁথি কারও জমিদারি নয় ৷ পূর্ব মেদিনীপুর মমতাতেই আছে ৷ 99টি আসনও পাবে না বিজেপি ৷" আর এরই জবাবে একথা বলেন শমীকবাবু ।