পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ রাত 9 টা

রাজ্য , দেশ , বিদেশ , খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS @ 9 PM
টপ নিউজ় @ রাত 9 টা

By

Published : Nov 3, 2020, 9:02 PM IST

1.কাল রাজ্যে অমিত শাহ, শুক্রবার যাবেন দক্ষিণেশ্বর মন্দিরে

রাজ্যের রাজনৈতিক মহল অবশ্য মনে করছে একুশের ভোটের অঙ্ক কষেই এই সূচি তৈরি হয়েছে । উনিশের সাফল্যের একটা বড়ো শরিক জঙ্গলমহলের মানুষ । ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া হয়েছিল গেরুয়াময় ।

2.অমিত শাহ-র সভার প্রস্তুতি শুরু বাঁকুড়ায়

5 নভেম্বর বাঁকুড়ায় আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ওইদিন হেলিকপ্টারে করে রবীন্দ্রভবন সংলগ্ন স্টেডিয়ামে নামার কথা রয়েছে তাঁর । এরপর বেলা 11 টা নাগাদ রবীন্দ্রভবন সভাস্থানে পৌঁছাবেন তিনি ৷

3.মুখ্যমন্ত্রীর সঙ্গে সদর্থক আলোচনা হয়েছে : বিনয় তামাং

আজ নবান্নে বিনয় তামাং ও অনিত থাপার সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম । ছিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ।


4. 10 শতাংশ নয়, চলুক পর্যাপ্ত ট্রেন; রেলকে চিঠি রাজ্যের

শনিবার যাত্রী বিক্ষোভে উত্তাল হয় হাওড়া স্টেশন । রেল কর্মীদের জন্য বরাদ্দ ট্রেনে ওঠার দাবি নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা । তাঁরা হাওড়া স্টেশনে ঢোকার চেষ্টা করলে RPF বাধা দেয় ।


5. কালীপুজোয় বাজি ফাটাবেন না, আবেদন মুখ্যসচিবের

কালী পুজোতে বাজি পোড়ানোকে কেন্দ্র করে উদ্বিগ্ন রাজ্য প্রশাসন । এই বিষয়টিকে নিয়ে আজ নবান্নে একটি পর্যালোচনা মূলক বৈঠক করেন মুখ্যসচিব ।


6. "মুকুলও তো গেছে", শুভেন্দুর দলত্যাগ জল্পনায় মন্তব্য অনুব্রতর

শুভেন্দু অধিকারীর দলত্যাগ নিয়ে জল্পনা তুঙ্গে । সম্প্রতি এই নেতার অনুষ্ঠানে গেরুয়া রঙের আমন্ত্রণপত্র সেই জল্পনা বাড়িয়ে দিয়েছে । শুভেন্দু অধিকারী BJP-তে গেলে বীরভূমে প্রভাব পড়বে কি ?


7. একই পরিবারের তিনজনের রহস্যমৃত্যু মন্তেশ্বরে

সুদেবচন্দ্র দে কাটোয়ায় রেল পুলিশে কর্মরত ছিলেন । সোমবার বিকেলে তিনি পরিবার নিয়ে মন্তেশ্বরের বাড়িতে যান । সুদেববাবুর মেয়ে জানিয়েছে, সেই রাতেই ছেলেকে নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন সুদেববাবু ।

8. DPL-এ প্রবল বিস্ফোরণে মৃত 1, জখম 1

দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেডে বিস্ফোরণে মৃত্যু একজনের । গুরুতর জখম হয়েছেন আরেকজন । তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে ।


9.পিসি-ভাইপো খুনের রাজনীতিতে নেমেছে, বিরোধীদের সতর্ক করলেন অর্জুন

পিসি-ভাইপো মিলে রাজ্যে খুনের রাজনীতিতে নেমেছে ৷ রাজ্যের বিরোধী দলগুলিকে সতর্ক করলেন ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং ৷


10. সুষ্ঠু সমাধান না হলে পাহাড় আবার জ্বলবে : মুকুল

নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিনয় তামাঙের বৈঠক নিয়ে আজ হেস্টিংসে BJP-র দপ্তরের বাইরে এই মন্তব্য করলেন মুকুল রায় ।

ABOUT THE AUTHOR

...view details