পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ সন্ধে 7টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধূলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top news at 7pm
top news at 7pm

By

Published : Sep 29, 2020, 7:01 PM IST

1. পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়াতে স্থগিতাদেশ দিল না হাইকোর্ট

পৌষমেলার মাঠে পাঁচিল দেওয়ার উপর কোনও স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট ।

2. "পাখির চোখ" একুশের নির্বাচন, উত্তরবঙ্গের মন পেতে ফের উদারহস্ত মমতা

আজ উত্তরকন্যায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই দুই জেলার প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।

3. এবার নতুন চ্যালেঞ্জ ক্যাট কিউ ভাইরাস, সতর্কবার্তা ICMR-এর

কোরোনার পর এবার ক্যাট কিউ ভাইরাস । এরও উৎপত্তি চিনেই । এই ক্যাট কিউ ভাইরাস এবার দেশেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ICMR-এর গবেষকরা ।

4. দু'সপ্তাহের লড়াই শেষ, দিল্লির হাসপাতালে মৃত্যু উত্তরপ্রদেশের গণধর্ষিতার

14 সেপ্টেম্বর ৷ দিল্লি থেকে প্রায় 200 কিমি দূরে উত্তরপ্রদেশের হাথরাস জেলার বাসিন্দা ওই যুবতি মা ও দাদার সঙ্গে প্রতিদিনের মতো ঘাস কাটতে গিয়েছিল ৷ সেই সময় চারজন পাশের একটি জমিতে নিয়ে গিয়ে তাঁর উপর নির্যাতন চালায় বলে অভিযোগ ৷

5. হাল ফ্যাশনের পোশাকে নয়, PPE কিটেই হিট ম্যানিকুইন

এতকাল ম্যানিকুইনগুলিতে সুসজ্জিত ও কারুকার্য করা পোশাক ডিসপ্লে হতে দেখেই অভ্যস্ত মানুষ । তবে এবার ম্যানিকুইনের গায়ে হাল ফ্যাশনের পোশাকের পাশাপাশি জায়গা করে নিয়েছে PPE কিটও । আর এই দেখে অবাক ক্রেতারাও ।

6. প্রকৃতির বিস্ময়ের মাধ্যমে আরোগ্য দান, পুনরুজ্জীবিত করা এবং রূপান্তরকরণ

প্রকৃতির কাছেই রয়েছে আরোগ্য দানের সবচেয়ে বড় ক্ষমতা, আর ‘সুখীভব ওয়েলনেস’এ আমরা প্রকৃতির এই প্রাণশক্তিকেই ধরে রাখা হয় আপনাকে সুস্থ করার, পুনরুজ্জীবিত করা এবং রূপান্তরিত করার জন্য।

7. IPL বেটিং চক্রে যোগ! আত্মহত্যার চেষ্টা পবিবারের

আজ সকালে ওই বাড়ির কাজে যাওয়ার সুবাদে বিষয়টি পথম পরিচারিকার নজরে আসে ৷ তড়িঘড়ি ওই চারজনকে স্থানীয় সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা ৷

8. প্রায় 200 মিলিয়ন কোভিড ভ্যাকসিন তৈরি করতে চলেছে সেরাম ইনস্টিটিউট

ভ্যাকসিনের দামও অত্যন্ত কম রাখা হবে বলে জানা গিয়েছে । সেরাম ইনস্টিটিউটের CEO আদর পুনাওয়ালা এদিন বলেন, " এই যৌথ উদ্যোগের ফলে কোরোনা এর সঙ্গে লড়াই আরও জোরদার হবে ।

9. IPL - এ এই প্রথমবার সুপার ওভারে ব্যর্থ বুমরা

মঙ্গলবারের ম্যাচের আগে পর্যন্ত IPL - এ যতগুলি সুপার ওভারে বুমরার হাতে বল তুলে দিয়েছেন রোহিত শর্মা, প্রতিটিতে শেষ হাসি হেসেছে ব্লু জার্সি ধারিরা ।

10. মাদকচক্রের সক্রিয় সদস্য রিয়া ও সৌভিক, বম্বে হাইকোর্টে বলল NCB

গতকাল রিয়া ও সৌভিকের আবেদনের বিরোধিতা করে হাইকোর্টে হলফনামা পেশ করে NCB । সেই হলফনামায় দাবি করা হয়, "মাদক সেবন, পাচার ও সরবরাহের জন্য অর্থ প্রদান এবং সুশান্তের জন্য মাদকের জোগান দিতেন রিয়া ও সৌভিক । মাদক চক্রের সক্রিয় সদস্য তাঁরা । সমাজের উচ্চস্তরের ব্যক্তি এবং মাদক পাচারকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল তাঁদের ।"

ABOUT THE AUTHOR

...view details