পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টপ নিউজ় @ দুপুর 3 টে

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলা ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

top @ 3 pm
টপ নিউজ় @ দুপুর 3 টে

By

Published : Oct 10, 2020, 3:15 PM IST

1 আগের চেয়ে পরিস্থিতি স্থিতিশীল সৌমিত্রর

সৌমিত্র চ্যাটার্জির শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল । ভেন্টিলেশনে রাখার ফলে শ্বাসকষ্টের সমস্যাও মিটেছে । একটু একটু কথাও বলতে পারছেন তিনি ।

2 পাগড়ি-বিতর্কে মমতাকে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

BJP যুব মোর্চার নবান্ন অভিযানে বলবিন্দর সিংয়ের পাগড়ি খোলা নিয়ে চারিদিক থেকে প্রতিবাদ শুরু হয়েছে । এবার সরব হলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং । সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ঘটনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানান তিনি ।

3 বন্দুকধারী বলবিন্দর একজন ব্ল্যাক ক্যাট কমান্ডো, ছিলেন কার্গিল যুদ্ধেও

স্পেশাল ফোর্সের (6 প্যারা) সঙ্গে যুক্ত ছিলেন বলবিন্দর ৷ এই স্পেশাল ফোর্সের জওয়ানদের বায়ো ডেটায় "এক্সেমপ্লেরি" অর্থাৎ দৃষ্টান্তস্বরূপ বলে বর্ণনা করা থাকে ৷ যাঁরা বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহারে পারদর্শী হন ৷

4বলবিন্দরের মাথায় গোল টুপি থাকলে কি এভাবে গ্রেপ্তার করতে পারত পুলিশ : দিলীপ ঘোষ

"মাথায় পাগড়ি ছিল বলেই পুলিশ বলবিন্দর সিংকে অপমান করে গ্রেপ্তার করার সাহস দেখিয়েছে । মাথায় গোল টুপি থাকলে পুলিশ এই সাহস দেখাতে পারত না ৷" আজ বর্ধমানে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাগড়ি বিতর্কে এমনই মন্তব্য করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

5 24 ঘণ্টায় আক্রান্ত 73,272; মৃত 926

সম্প্রতি দেশে কোরোনা সংক্রমণের হার তুলনামূলক কমেছে । কয়েক সপ্তাহ আগে প্রায় এক লাখ হারে দৈনিক সংক্রমণ হচ্ছিল । আজ দৈনিক সুস্থের সংখ্যা ছাপিয়ে গিয়েছে সংক্রমণের সংখ্যাকে । 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 73 হাজার 272 জন । সুস্থের সংখ্যা 82 হাজারের বেশি ।

6 "রাজস্ব নীতিতে আদালতের হস্তক্ষেপ উচিত নয়", সুপ্রিম কোর্টে বলল কেন্দ্র

কেন্দ্র আদালতে জানায়, বিভিন্ন সেক্টরে আরও ছাড় দেওয়া সম্ভব নয় । রাজস্ব নীতিতে আদালতের হস্তক্ষেপ করা উচিত নয় বলে সওয়াল করে কেন্দ্র ।

7 "পুজোয় কোরোনাকে কোয়ারানটিন", মমতার মন্তব্যে ক্ষুব্ধ বিরোধীরা

অনেক চিকিৎসক আশঙ্কাপ্রকাশ করেছেন, যে দুর্গাপুজোর পর সংক্রমিতের সংখ্যা ব্যাপক হারে বাড়বে। অনেক চিকিৎসকই সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছেন, যাতে তারা বাড়ি থেকেই এবার পুজোয় সামিল হয়। অনেকেই আবার মুখ্যমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ বলে জানা গিয়েছে ।

8কুলগামে নিকেশ 2 জঙ্গি

জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে , কুলগাম জেলায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে গতকাল রাতে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী । এরপরই দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয় ।

9 আজ কলকাতা-পঞ্জাবের লড়াইয়ে চিন্তা আবু ধাবির গরম

গেইল ঝড় উঠলে নাইট সমর্থকরা চাইবেন ব্যাটে জবাব দিক রাসেল ৷

10 আজ "ক্যাপ্টেন কুল" ধোনির মুখোমুখি "আগ্রাসী" কোহলি

পরিসংখ্যান বলছে, IPL-এ বরাবরই আগ্রাসী কোহলিকে টেক্কা দিয়ে গেছে ধোনির ঠান্ডা মাথার নেতৃত্ব ৷ কিন্তু এবারের পরিস্থিতি একটু আলাদা ৷

ABOUT THE AUTHOR

...view details