আম্বালা (হরিয়ানা), 26 নভেম্বর : কেন্দ্র সরকারের আনা নয়া কৃষি আইনের বিরোধিতায় ‘দিল্লি চলো’র ডাক দিয়েছে হরিয়ানার কৃষক সংগঠনগুলি ৷ আজ দিল্লির যাওয়ার পথে কৃষকদের সেই মিছিলে জলকামান ও কাঁদানে গ্য়াসের সেল ফাটালো পুলিশ ৷ হরিয়ানার আম্বালায় সাদোপুর বর্ডারে কৃষকদের মিছিল আটকায় পুলিশ ৷ মিছিল জাতীয় রাজধানী পর্যন্ত যাতে না পৌঁছায় সেই কারণে ব্য়ারিকেড তৈরি করে দিয়েছিল পুলিশ ৷ তবে, সেই ব্য়ারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে মিছিলে থাকা কৃষকরা ৷ পুলিশ তাঁদের বাধা দিলে ইট ছোড়া হয় বলে অভিযোগ ৷ এরপরেই মিছিলকে ছত্রভঙ্গ করতে জল কামান ও কাঁদানে গ্য়াসের সেল ফাটানো হয় ৷
প্রসঙ্গত, দেশজুড়ে কেন্দ্রে তিনটি নয়া কৃষি আইন নিয়ে আপত্তি জানিয়েছে কৃষক সংগঠনগুলি ৷ তাঁদের অভিযোগ নয়া এই আইনে কৃষকরা তাঁদের ফসলের ন্য়ায্য় মূল্য় থেকে বঞ্চিত হবেন ৷ তবে, কেন্দ্রীয় সরকার জানিয়েছে, নয়া এই আইনের ফলে কৃষকরা তাঁদের উৎপাদিত ফসল সরাসরি, কোনও মধ্য়পন্থাভোগীদের হস্তক্ষেপ ছাড়াই বেসরকারি সংস্থার কাছে বিক্রি করতে পারবে ৷ তবে, কৃষকদের দাবি, সরকার এক্ষেত্রে ফসলের নূন্য়তম সহায়ক মূল্য় বেঁধে দিক ৷ তা না হলে তাঁরা প্রকৃত দাম থেকে বঞ্চিত হবেন ৷ আর সেই দাবিতেই জাতীয় সংবিধান দিবসে ‘দিল্লি চলো’ ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি ৷ এই পরিস্থিতিতে রাজধানী দিল্লিতে নিরাপত্তার স্বার্থে হরিয়ানার সাদোপুর বর্ডারেই কৃষকদের মিছিলকে আটকায় প্রশাসন ৷