পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতের গুগল প্লে-স্টোর ও অ্যাপেল স্টোর থেকে সরিয়ে দেওয়া হল টিকটক - Video Sharing

গতকাল টিকটক ও ইউসি ব্রাউজ়ার-সহ 59 টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল কেন্দ্রীয় সরকার । আজ প্লে-স্টোর ও অ্যাপেল অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হল টিকটক ।

ছবি
ছবি

By

Published : Jun 30, 2020, 5:21 PM IST

দিল্লি, 30 জুন : এবার গুগল প্লে-স্টোর ও অ্যাপেল অ্যাপ স্টোর থেকে সরিয়ে দেওয়া হল টিকটক । গতকাল, টিকটক ও ইউসি ব্রাউজ়ার-সহ 59 টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত সরকার ।

গুগল প্লে স্টোরে এই অ্যাপ খুঁজতে গেলে , "এই আইটেমটি আপনার দেশে উপলভ্য নয় " এমনই বার্তা দেখানো হচ্ছে । সংবাদমাধ্যম সূত্রে খবর, গুগল প্লে-স্টোর থেকে টিকটক নিজেরাই তাদের অ্যাপলিকেশনটি সরিয়ে নিয়েছে ।

আজ টিকটকের তরফে জানানো হয়েছে, তারা ভারত সরকারের নির্দেশ অনুযায়ী অ্যাপটিকে সরিয়ে দিয়েছে । তবে, টিকটক ব্যবহারকারী ভারতীয় নাগরিকদের তথ্য চিন সহ বিদেশের কোনও সরকারের কাছেই ভাগ করে নেয়নি তারা । এই বিষয়ে টিকটক প্রধান (ভারত) নিখিল গান্ধি বলেন, " টিকটক সহ 59টি অ্যাপলিকেশন বন্ধ করার জন্য ভারত সরকার একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করেছে । আমরা সেই নির্দেশ মেনে চলার প্রক্রিয়াও শুরু করে দিয়েছি ।"

তিনি আরও জানিয়েছেন, টিকটক ভারতীয় আইন মেনে তার ব্যবহারকারীদের কোনও তথ্যই চিনা সরকারের সঙ্গে ভাগ করে নেয়নি । ভবিষ্যতে আবারও যদি টিকটকে দেশে চালু হয়, তখনও তারা ভারতীয় আইন অনুযায়ী অ্যপলিকেশন ব্যবহাকারী সমস্ত নাগরিকদের তথ্যের গোপনীয়তা বজায় রাখবে ।

ABOUT THE AUTHOR

...view details