শ্রীনগর, ২২ মার্চ : সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম তিন জঙ্গি। আজ সকালে বান্দিপোরার হাজিনে মৃত্যু হয় দুই জঙ্গির। এদিকে সোপিয়ানের সাহিব এলাকায় গুলির লড়াইয়ে আরও এক জঙ্গির মৃত্যু হয়।
বান্দিপোরা ও সোপিয়ানে খতম 3 জঙ্গি - terrorists
সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম তিন জঙ্গি।
![বান্দিপোরা ও সোপিয়ানে খতম 3 জঙ্গি](https://etvbharatimages.akamaized.net/etvbharat/images/768-512-2763444-567-67df97d5-4cc5-4b2f-b12a-fd45654ddc4d.jpg)
ফাইল ফোটো
সোপিয়ানের সাহিব এলাকার একটি বাড়িতে দুই থেকে তিন জঙ্গি লুকিয়ে রয়েছে, এই খবর পেয়ে সেখানে অভিযান চালায় CRPF -এর 14 ও 178 নম্বর ব্যাটেলিয়ন, স্পেশাল অপারেশন গ্রুপ, 34 রাষ্ট্রীয় রাইফেল ও কাশ্মীর পুলিশ। এরপরই দু'পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়।
এদিকে গতকাল বারামুল্লা জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় দুই জঙ্গির। তাদের কাছ থেকে 2টি AK-47, তিনটি ম্যাগাজ়িন, একটি মোবাইল ও একটি GPS ডিভাইস উদ্ধার হয়।