পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বান্দিপোরা ও সোপিয়ানে খতম 3 জঙ্গি - terrorists

সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম তিন জঙ্গি।

ফাইল ফোটো

By

Published : Mar 22, 2019, 11:57 AM IST

শ্রীনগর, ২২ মার্চ : সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম তিন জঙ্গি। আজ সকালে বান্দিপোরার হাজিনে মৃত্যু হয় দুই জঙ্গির। এদিকে সোপিয়ানের সাহিব এলাকায় গুলির লড়াইয়ে আরও এক জঙ্গির মৃত্যু হয়।

সোপিয়ানের সাহিব এলাকার একটি বাড়িতে দুই থেকে তিন জঙ্গি লুকিয়ে রয়েছে, এই খবর পেয়ে সেখানে অভিযান চালায় CRPF -এর 14 ও 178 নম্বর ব্যাটেলিয়ন, স্পেশাল অপারেশন গ্রুপ, 34 রাষ্ট্রীয় রাইফেল ও কাশ্মীর পুলিশ। এরপরই দু'পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়।

এদিকে গতকাল বারামুল্লা জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় দুই জঙ্গির। তাদের কাছ থেকে 2টি AK-47, তিনটি ম্যাগাজ়িন, একটি মোবাইল ও একটি GPS ডিভাইস উদ্ধার হয়।

ABOUT THE AUTHOR

...view details