পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

BJP-র সঙ্গে জোটের প্রশ্নই ওঠে না, টুইট শরদ পাওয়ারের - There is no question of forming an alliance with BJP

শরদ পাওয়ার টুইটে লেখেন, " BJP-র সঙ্গে জোটের প্রশ্নই ওঠে না ৷ অজিত পাওয়ারের বিবৃতি মিথ্যে ও বিভ্রান্তিকর ৷ যা মহারাষ্ট্রের জনগণের মধ্যে ভুল ধারণা তৈরি করছে ৷ "

ncp

By

Published : Nov 24, 2019, 9:35 PM IST

Updated : Nov 24, 2019, 10:45 PM IST

মুম্বই , 24 নভেম্বর : BJP-র সঙ্গে জোটের প্রশ্নই ওঠে না ৷ সর্বসম্মতভাবে শিবসেনা ও কংগ্রেসের সঙ্গে জোটের সিদ্ধান্ত নিয়েছে NCP ৷ টুইট করে আজ একথা জানান NCP প্রধান শরদ পাওয়ার ৷ শরদ পাওয়ার টুইটে আরও লেখেন, "অজিত পাওয়ারের বিবৃতি মিথ্যে ও বিভ্রান্তিকর ৷ যা মহারাষ্ট্রের জনগণের মধ্যে ভুল ধারণা তৈরি করছে ৷ "

উল্লেখ্য, আজ অজিত পাওয়ার টুইট করেন, মহারাষ্ট্রের উন্নয়নের জন্য BJP-NCP জোট হাতে হাত মিলিয়ে কাজ করবে ৷ নতুন জোট সরকারকে সমর্থন করার জন্য মহারাষ্ট্রবাসীকে ধন্যবাদ জানান তিনি । টুইটে রাজ্যবাসীকে আশ্বস্ত করেন অজিত ৷ সাধারণ মানুষ যাতে উদ্বিগ্ন না হন তাঁর জন্য আবেদন জানান ৷

টুইটে অজিত আরও লেখেন, "(শরদ) পাওয়ার সাহেব আমাদের নেতা ৷ আমি NCP-তেই আছি ৷ আমাদের BJP-NCP জোট আগামী 5 বছর স্থায়ীভাবে মহারাষ্ট্রের উন্নয়নে একসঙ্গে কাজ করবে ৷"

উল্লেখ্য, শনিবার ভোর রাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন BJP-র দেবেন্দ্র ফড়নবিস ৷ উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন NCP-র অজিত পাওয়ার ৷ কিন্তু তারপরেও সমস্যা মেটেনি । অজিতের BJP-কে সমর্থনের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন NCP প্রধান শরদ পাওয়ার । তিনি সাফ জানিয়ে দিয়েছেন, NCP-BJP জোট তাঁদের পার্টি লাইনের বিরোধী ৷ অজিত উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই তাঁকে NCP নেতৃত্ব পরিষদীয় দলনেতার পদ থেকে সরিয়ে দিয়েছে ৷ নেতৃত্ব আরও জানিয়েছে, দলের যে বিধায়করা অজিত পাওয়ারের পাশে থাকবেন, তাঁদের বিরূদ্ধে 'অ্যান্টি ডিফেকশন আইন' অনুযায়ী মামলা করা হবে ৷

Last Updated : Nov 24, 2019, 10:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details