পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হল চরকা - spinning wheel made of plastic waste

চরকাটির মোট ওজন 1650 কেজি ৷ প্রায় 1300 কেজি প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি করা হয়েছে ৷ উচ্চতা 14 ফুট ৷ দৈর্ঘ্য 20 ফুট ও প্রস্থ 8 ফুট ৷ ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ও এশিয়া বুক অফ রেকর্ডসে এটির নাম নথিভুক্ত হয়েছে ৷

The world's largest plastic spinning wheel made of plastic waste
প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি চরকা

By

Published : Jan 2, 2020, 7:40 AM IST

দিল্লি, 2 জানুয়ারি : প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় চরকা ৷ উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর 94-এ বসানো হয়েছে চরকাটি ৷ বার্তা, নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে প্লাস্টিকমুক্ত দেশ গড়া ৷

মহাত্মা গান্ধির জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষ্যে চরকাটির উদ্বোধন করা হয় ৷ উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি জ়ুবিন ইরানি ৷ উপস্থিত ছিলেন গৌতমবুদ্ধ নগরের সাংসদ ডক্টর মহেশ শর্মা, নয়ডার বিধায়ক পঙ্কজ সিং ও নয়ডা অথরিটির চিফ এগজ়িকিউটিভ অফিসার রিতু মহেশ্বরী ৷ উদ্বোধনের পর কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি জ়ুবিন ইরানি জানান, মহাত্মা গান্ধির সংকল্পের স্মরণে প্লাস্টিক বর্জ্য দিয়ে চরকাটি বানানো হয়েছে ৷

চরকাটির মোট ওজন 1650 কেজি ৷ প্রায় 1300 কেজি প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি করা হয়েছে ৷ চরকাটির উচ্চতা 14 ফুট ৷ দৈর্ঘ্য 20 ফুট এবং প্রস্থ 8 ফুট ৷ নয়ডার মহামায়া ফ্লাইওভারের কাছে এটি বসানো হয়েছে ৷ ইতিমধ্যেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ও এশিয়া বুক অফ রেকর্ডসে এটির নাম নথিভুক্ত হয়েছে ৷

দেখুন ভিডিয়ো...

নয়ডা অথরিটির CEO রিতু মহেশ্বরী বলেন, "প্রথমবার প্লাস্টিক বর্জ্যের ব্যবহার করে এই ধরনের চরকা বানানো হয়েছে ৷ 2রা অক্টোবর উদ্বোধন করা হয়েছে ৷ সেদিনই ইন্ডিয়া বুক অব রেকর্ডস পুরস্কার দিয়েছে ৷ এশিয়া বুক অব রেকর্ডসের তরফেও পুরস্কার দেওয়া হয়েছে ৷ প্রায় 1300 কেজি প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে ৷ বার্তা এটাই যে নিষিদ্ধ প্লাস্টিক যেন ব্যবহার না করা হয় ৷ সেই সঙ্গে প্লাস্টিক বর্জ্যকে কীভাবে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা যায় ৷ "

প্রধানমন্ত্রীর প্লাস্টিকমুক্ত দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়িত করতে ইতিমধ্যেই সরকার সচেতনতা অভিযান শুরু করেছে ৷ সেইসঙ্গে সিঙ্গল ইউজ় প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details