দিল্লি, 26 জুলাই : কারগিল যুদ্ধের সময় জওয়ানদের সঙ্গে দেখা করেছিলেন তিনি ৷ সেদিনের ঘটনা তুলে ধরে কারগিল বিজয় দিবসে জওয়ানদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আজ টুইটে তিনি লেখেন, "আমি সৌভাগ্যবান যে, 1999-র কারগিল যুদ্ধচলাকালীন সেখানে যেতে পেরেছিলাম ৷ কারগিল সফর ও জওয়ানদের সঙ্গে আলাপচারিতা আমার স্মৃতিতে উজ্জ্বল ৷"
কয়েকটি ছবি পোস্ট করে টুইটে তিনি আরও লেখেন, "বীর জওয়ানদের সংহতি চাক্ষুস করতে পেরেছিলাম ৷ কারগিল সফর ও জওয়ানদের সঙ্গে আলাপচারিতা কোনওদিন ভুলব না ৷ " আরও একটি টুইটে তিনি লেখেন, "ভারতের বীরপুত্রদের অন্তর থেকে বন্দনা করছি ৷ কারগিল বিজয় দিবস দেশের জওয়ানদের সাহস, শৌর্য ও সমর্পণকে মনে করায় ৷ ভারতের পরাক্রমী বীর যোদ্ধাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি ৷ যাঁরা নিজেদের সর্বস্ব দিয়ে মাতৃভূমিকে রক্ষা করেছেন ৷ জয় হিন্দ ৷"
কারগিলে জওয়ানদের সঙ্গে মোদি কারগিল বিজয় দিবস উপলক্ষ্যে শহিদ জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপন করে আজ সকালে একটি টুইট করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ টুইটে রাষ্ট্রপতি লেখেন, "কারগিল বিজয় দিবসে দেশের বীর জওয়ানদের শ্রদ্ধা জানাই ৷ যাঁরা ভারতকে রক্ষা করেছেন, সেইসব জওয়ানদের বীরত্ব ও সাহসিকতাকে আমরা স্যালুট জানাই ৷ শহিদ জওয়ানদের প্রতি আমারা চিরঋণী ৷ জয় হিন্দ ৷ " পরে রাষ্ট্রপতি জম্মু-কাশ্মীরের কারগিলে গিয়ে শহিদ জওয়ানদের উদ্দেশে শ্রদ্ধা জানাবেন ৷
কারগিলে জওয়ানদের সঙ্গে আলাপচারিতায় নরেন্দ্র মোদি আরও পড়ুন : 21 তম কারগিল বিজয় দিবস : ফিরে দেখা বীর জওয়ানদের লড়াই
অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কারগিল দিবস উপলক্ষ্যে শহিদ জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপন করেন ৷ মমতা টুইটে লেখেন, "কারগিল বিজয় দিবসে ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানাই ৷ দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন, সেই বীর শহিদদের সশ্রদ্ধ প্রণাম ৷ ভারতীয় সেনার গরিমা উত্তরোত্তর বৃদ্ধি পাক, এই কামনা করি ৷ জয় হিন্দ ৷ "