দিল্লি, 28 জুন : বিশ্বে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 1 কোটি । গতরাতে সংখ্যাটা পৌঁছেছে 1 কোটি 51-য় । ডিসেম্বরে চিনের ইউহানে প্রথম এই ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে । এর 6 মাসের মধ্যে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল এক কোটি।
প্রথমদিকে মনে করা হচ্ছিল, গরমে এই ভাইরাসের সংক্রমণ অনেকটা কমে যাবে । কিন্তু, একটি সংবাদমাধ্যমের করা সমীক্ষায় দেখা গেছে, চলতি বছরের জুন মাসে বিশ্বজুড়ে 1.25 লাখ মানুষ প্রতিদিন কোরোনায় আক্রান্ত হয়েছেন । মার্চ মাসে এর ভয়াবহতা সবচেয়ে বেশি ছিল । সেই সময় ইট্যালি , স্পেন , ফ্রান্স ও অ্যামেরিকায় সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছিল । মে ও জুন মাসে আক্রান্তের সংখ্যা বেড়ে গেলেও, কিছুটা কমেছে মৃত্যুর হার ।