পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হান্দওয়ারায় নিকেশ জঙ্গি - army

জম্মু-কাশ্মীরের হান্দওয়ারার ক্রাগুন্দে নিকেশ এক জঙ্গি। এখনও চলছে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই।

By

Published : Mar 7, 2019, 9:29 AM IST

শ্রীনগর, ৭ মার্চ : জম্মু-কাশ্মীরের হান্দওয়ারার ক্রাগুন্দে নিকেশ এক জঙ্গি। এখনও চলছে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের গুলির লড়াই। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় নিরাপত্তারক্ষীরা। সেই সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় নিরাপত্তারক্ষীদের পক্ষে এখনও কোনও হতাহতের খবর নেই। জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তারক্ষীরা।

গতকালও নৌসেরা ও সুন্দরবানি সেক্টরে বিনা প্ররোচনায় গুলি চালায় পাকিস্তানের সেনা। পালটা জবাব দেন ভারতীয় জওয়ানরাও। সেই ঘটনায় ভারতীয় সেনার পক্ষ থেকে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

২৬ ফেব্রুয়ারি থেকে লাগাতার আন্তর্জাতিক সীমান্ত (LoC) বরাবর একাধিক জায়গাতে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। বিগত কয়েকদিনে অনেকবার ভারতের রাজৌরি ও পুঞ্চে মর্টার শেল ছোড়ে পাকিস্তান। যার জেরে স্থানীয় প্রশাসন রাজৌরি ও পুঞ্চ জেলায় LoC থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেয়। পাশাপাশি স্থানীয়দের বাড়ির ভিতরে থাকতে বলা হয়।

ABOUT THE AUTHOR

...view details