পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"সন্ত্রাসমুক্ত পরিবেশ চাই", ইমরানকে বার্তা মোদির - delhi

লোকসভায় অভূতপূর্ব সাফল্যের জন্য নরেন্দ্র মোদিকে সরাসরি ফোন করে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ।

ফাইল ফোটো

By

Published : May 26, 2019, 5:13 PM IST

Updated : May 26, 2019, 7:47 PM IST

ইসলামাবাদ, 26 মে : কূটনৈতিক বন্ধনের বরফ গলল !

লোকসভা ভোটে বিপুল জয়ের পর শুভেচ্ছা জানিয়েছিলেন, করেছিলেন টুইট । এবার ফোন এল । ফোন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । কূটনৈতিক সৌজন্যের পরিচয় দিলেন নরেন্দ্র মোদিও । কথা হল দুই রাষ্ট্রনেতার ।

আজকের ফোন ছিল নেহাতই সৌজন্যমূলক । কিন্তু, স্বাভাবিকভাবেই দুই রাষ্ট্রনেতার কথায় উঠে এল একাধিক প্রসঙ্গ । এর মধ্যে গুরুত্বপূর্ণ অবশ্যই সন্ত্রাসবাদ । প্রতিবেশী দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে এই ইশুতে কাজ করার বিষয়েও আলোচনা হয় । ইমরানের সুরে সুর মিলিয়ে, হিংসামুক্ত পরিবেশ গড়ার কথা বলেন মোদিও । পাশাপাশি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের সমর্থনের কথাও বলেন মোদি । তাঁর কথায়, '' দুই দেশেই শান্তি বজায় রাখা জরুরি । তবেই উন্নয়নের চরমসীমায় পৌঁছানো যাবে ।''

2014 সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে একাধিক পদক্ষেপ করেছেন । প্রথমে নওয়াজ শরিফ, পরবর্তী সময়ে ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর সেই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন মোদি । কিন্তু, বার বার ভারতের মাটিতে জঙ্গি হামলায় ইসলামাবাদ-দিল্লি সম্পর্কে ভাটা পড়তে শুরু করে । সাম্প্রতিক সময়ে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের মাটিতে অভিযান চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে । এরই মধ্যে মোদির ফের ক্ষমতায় আসা নিয়ে মুখ খোলেন ইমরান । যা নিয়ে শুরু হয় বিতর্ক ।

ইমরান কুর্সিতে বসার পরে দিল্লি ভেবেছিল, আলোচনার পথ সুগম হবে । কারণ ইমরানের দিকেই রয়েছে পাকিস্তানি সেনার সমর্থন । একই ভাবে, মোদিই যে-হেতু নিজের দল ও প্রশাসনের নিউক্লিয়াস, তাই হয়তো তাঁর ‘দক্ষিণপন্থী’ BJP সরকারের সঙ্গে কাশ্মীর বিষয়ক আলোচনা চালানো অপেক্ষাকৃত সুবিধাজনক বলে মনে করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ।

কূটনৈতিক সমালোচকদের মতে, দু'দেশের মধ্যে আলোচনার পরিস্থিতি তৈরি হলেও বাস্তব কিন্তু তার থেকে অনেকটাই দূরে । সন্ত্রাসবাদ-সহ একাধিক কারণে আলোচনা ভেস্তে গেছে একাধিকবার । মোদি দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর ইমরানের টুইট বা আজকের ফোন নতুন সমীকরণের ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে । আগামী দিনে গঙ্গা-ব্রহ্মপুত্র দিয়ে কূটনৈতিক জল কী ভাবে বয়ে যায় সেটাই বড় প্রশ্ন ।

Last Updated : May 26, 2019, 7:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details