গোঁসাইগঞ্জ, 1 মে : "সন্ত্রাসবাদ বর্তমানে ভারতের অন্যতম মাথাব্যথা । আমাদের প্রতিবেশী দেশগুলিতে জঙ্গিদের একাধিক ঘাঁটি রয়েছে। সেখানে বসে জঙ্গিরা আমাদের দেশে হামলা চালানোর জন্য অপেক্ষা করছে। যদি আগামী লোকসভা ভোটের পর কোনও দুর্বল কেন্দ্রে ক্ষমতায় আসে, তবে জঙ্গিরা ভারতে হামলা চালাতে পারে । তাই ভারতকে যথার্থ নিরাপত্তা দিতে কেন্দ্রে দরকার একটি শক্তিশালী সরকার । যা একমাত্র BJP-ই দিতে পারে ।" আজ উত্তরপ্রদেশের গোঁসাইগঞ্জের জনসভায় ভাষণে একথা বলেন নরেন্দ্র মোদি ।
কেন্দ্রে দুর্বল সরকার এলে জঙ্গিদের সুবিধা হবে : নরেন্দ্র মোদি - lokshabha
আজ উত্তরপ্রদেশের গোঁসাইগঞ্জে নির্বাচনী প্রচারে যান নরেন্দ্র মোদি । সেখানে তিনি শ্রীলঙ্কায় বিস্ফোরণ সহ একাধিক ইশু তুলে ধরেন। বলেন, "প্রতিবেশীদেশগুলির জঙ্গিরা ভারতে হামলা চালানোর জন্য অপেক্ষা করছে । "
মোদি বলেন, "এটা হল নতুন ভারত । যে শুধু সন্ত্রাসবাদীদের খতমই করে না । ভারতের সীমান্তবর্তী এলাকা বা সীমান্তের বাইরে গিয়ে তাদের ঘাঁটিগুলিও গুঁড়িয়ে দেয় । এখান (গোঁসাইগঞ্জ) থেকে ২৫ কিলোমিটার দূরে অযোধ্যা । যেখানে হামলা চালানোর জন্য সন্ত্রাসবাদীরা সব সময় ওত পেতে রয়েছে ।"
শ্রীলঙ্কায় ইস্টার রবিবারে বিস্ফোরণ প্রসঙ্গে মোদি বলেন, "আমরা সবাই দেখেছি সন্ত্রাসবাদী হামলার ফলে বর্তমানে শ্রীলঙ্কার কী অবস্থা । 2014 সালের আগে ভারতেরও একই অবস্থা ছিল । আমরা কিভাবে অযোধ্যা বিস্ফোরণের কথা ভুলে যেতে পারি ? গত পাঁচ বছরে এই ধরনের বিস্ফোরণের ঘটনা প্রায় বন্ধ হয়ে গেছে ।"