হায়দরাবাদ, 8 জুন : সিনেমা ও টেলিভিশনের শুটিং ফের শুরু হতে চলেছে তেলাঙ্গানায় ৷ আজ তেলাঙ্গানা সরকারের তরফে এই অনুমতি দেওয়া হল ৷ মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও আজ এই ঘোষণা করলেন ৷
এর আগে চতুর্থ দফার লকডাউন চলাকালীন সব কিছু যখন শিথিল করা হচ্ছিল, তখন শুটিং শুরুর আবেদন জানিয়েছিল তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি ৷ গত মাসে সিনেমাটোগ্রাফি মন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদবের সঙ্গে দেখা করেছিলেন ইন্ডাস্ট্রির কর্তারা ৷ শুটিং শুরুর জন্য রাজ্য সরকারের কাছে আবেদনও জানিয়েছিলেন তাঁরা ৷