পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শুটিং শুরুর অনুমতি তেলাঙ্গানা সরকারের - K ChandraSekhar Rao

তেলাঙ্গানায় আজ থেকে সিনেমা ও টেলিভিশনের শুটিংয়ের কাজ শুরু হল ৷ মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এই অনুমতি দিলেন ৷

রামোজি ফিল্ম সিটি
রামোজি ফিল্ম সিটি

By

Published : Jun 8, 2020, 5:18 PM IST

Updated : Jun 8, 2020, 10:03 PM IST

হায়দরাবাদ, 8 জুন : সিনেমা ও টেলিভিশনের শুটিং ফের শুরু হতে চলেছে তেলাঙ্গানায় ৷ আজ তেলাঙ্গানা সরকারের তরফে এই অনুমতি দেওয়া হল ৷ মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও আজ এই ঘোষণা করলেন ৷

এর আগে চতুর্থ দফার লকডাউন চলাকালীন সব কিছু যখন শিথিল করা হচ্ছিল, তখন শুটিং শুরুর আবেদন জানিয়েছিল তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি ৷ গত মাসে সিনেমাটোগ্রাফি মন্ত্রী তালাসানি শ্রীনিবাস যাদবের সঙ্গে দেখা করেছিলেন ইন্ডাস্ট্রির কর্তারা ৷ শুটিং শুরুর জন্য রাজ্য সরকারের কাছে আবেদনও জানিয়েছিলেন তাঁরা ৷

তবে, সেই মুহূর্তে শুটিং শুরুর বিষয়ে কোনও রকম নিশ্চয়তা দেননি শ্রীনিবাস যাদব ৷ শুধু জানানো হয়েছিল, পোস্ট প্রোডাকশন কাজের অনুমতি আগেই দেওয়া হয়েছে ৷ শুটিং শুরু হলে সিনেমা হলগুলিও খুলতে শুরু করবে ৷ যার ফলে কোরোনা সংক্রমণ হওয়ার আশঙ্কা করেছিলেন তিনি ৷

মার্চে লকডাউন শুরুর পর থেকে প্রায় 85টি তেলুগু ছবির কাজ বিভিন্ন স্টেজে আটকে ছিল ৷ আজ ফের শুটিং শুরুর অনুমতি পেয়ে আস্তে আস্তে কাজগুলি শেষ করা যাবে বলে আশাবাদী তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি ৷

Last Updated : Jun 8, 2020, 10:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details