চেন্নাই, 25 জুলাই : প্রয়াত প্রাক্তণ মুখ্যমন্ত্রী জয়ললিতার বাগানবাড়ি প্রায় 68 কোটি টাকা দিয়ে কিনে নিল তামিলনাড়ু রাজ্য সরকার । চেন্নাইয়ে জয়ললিতার পোস গার্ডেন রেসিডেন্সটি কিনতে তামিলনাড়ু সরকারের খরচ পড়েছে মোট 67.9 কোটি টাকা ।
জয়ললিতার বাগানবাড়ি প্রায় 68 কোটি টাকায় কিনল তামিলনাড়ু সরকার - tamil-nadu-govt-pays-rs-68-cr
প্রয়াত প্রাক্তণ মুখ্যমন্ত্রী জয়ললিতার বাগানবাড়ি 67.9 কোটি টাকা দিয়ে কিনে নিল তামিলনাড়ু রাজ্য সরকার ।
তথ্য অনুসারে , তামিলনাড়ু সরকার ল্যান্ড অ্যাকুইসিশন অ্যাক্টের আওতায় ওই বাড়িটির প্রতি স্কয়্যার ফিটের জন্য দিয়েছে 12060 টাকা । ওই বাড়িটির মোট 24 হাজার 322 স্কয়্যার ফিটের । যার দাম পড়েছে মোট 23 কোটি টাকা । পাশাপাশি আয়কর বিভাগের বাকি 36.9 কোটি টাকাও দিয়েছে তামিলনাড়ু সরকার ।
চলতি মাসের শুরুতে তামিলনাড়ু সরকার মাদ্রাস হাইকোর্টকে জয়ললিতার বাসভবন ‘ভেদা নিলায়াম’ কে তামিলনাড়ু মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে পরিণত করার আর্জি জানায় । চলতি বছরের মে মাসেই ‘ভেদা নিলায়াম’ ও ওই বাড়িটির অন্যান্য জিনিসপত্র তামিলনাড়ু সরকার তাৎক্ষণিকভাবে নিয়ে নেয় বাড়িটিকে একটি মেমোরিয়াল পরিণত করার জন্য ।