পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মেরঠে সোয়াইন ফ্লুতে মৃত্য়ু বেড়ে 8 - swine flu

উত্তরপ্রদেশের মেরঠে সোয়াইন ফ্লুতে আটজনের মৃত্যু হয়েছে । আক্রান্ত 79 ।

ছবি
ছবি

By

Published : Mar 3, 2020, 3:15 PM IST

মেরঠ, 3 মার্চ : সোয়াইন ফ্লুতে মৃত বেড়ে 8 । আরও 79 জন আক্রান্ত এই ভাইরাসে । বর্তমানে তাঁরা চিকিৎসাধীন । পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের তরফে একটি দল গঠন করা হয়েছে ।

এই বিষয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাজকুমার জানান, এ পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে । 79 জনের মধ্যেও এই ভাইরাসের সংক্রমণ দেখা গেছে । আমাদের দল পুরো পরিস্থিতি খতিয়ে দেখছে । যাদের মৃত্যু হয়েছে হাসপাতালে থাকাকালীন অন্যদের থেকে তাদের শরীরে এই ভাইরাসের সংক্রমণ হয়েছে না কি তারা আগে থেকেই আক্রান্ত হয়েছিলেন সেই বিষয়টিও দেখা হচ্ছে ।

29 ফেব্রুয়ারি থেকে একটি স্বাস্থ্য সচেতক দলও রয়েছে মেরঠে । এলাকাজুড়ে তারা নানা ধরনের সমীক্ষা চালিয়েছে । দলের এক সদস্য জানিয়েছেন, পর্যাপ্ত ওষুধ রয়েছে । আমরা হাসপাতাল কর্তৃপক্ষগুলির সঙ্গে কথা বলছি । পুরো বিষয়টি নিয়ে একটি রিপোর্টও তৈরি করা হচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details