পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 20, 2020, 8:59 PM IST

ETV Bharat / bharat

ম্যাঙ্গালুরু বিমানবন্দরে পরিত্যক্ত ব্যাগে বিস্ফোরক, চিহ্নিত সন্দেহভাজন

ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে বোমাতঙ্ক ছড়ায় ৷ ঘটনাস্থানে বম ডিসপোজ়াল স্কয়্যাড পৌঁছে ব্যাগটিকে এলাকা থেকে দূরে নিয়ে যায় ৷ তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে আছে ৷

Mangalore airport
ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর

ম্যাঙ্গালুরু, 20 জানুয়ারি : ম্যাঙ্গালুরু বিমানবন্দরে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ৷ ব্যাগ থেকে উদ্ধার বিস্ফোরক ৷ খবর পেয়ে কুকুর নিয়ে বম ডিসপোজ়াল স্কয়্যাড ঘটনাস্থানে আসে ৷ CISF জানিয়েছে, ঘটনায় জড়িত সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে ৷ ম্যাঙ্গালুরু পুলিশ কমিশনার পি এস হর্ষা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ৷

সংবাদ সংস্থা সূত্রে খবর, আজ সকালে ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে যাত্রীরা ৷ এরপরই বোমাতঙ্ক ছড়ায় ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ খবর পেয়ে বিমানবন্দরের সুরক্ষা কর্মীরা এবং কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী (CISF) তৎক্ষণাৎ জায়গাটি ঘিরে ফেলে ৷ বম ডিসপোজ়াল স্কয়্যাড এসে ব্যাগটিকে তিন কিলোমিটার দূরে নিয়ে যায়৷ এবং নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয় ৷

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানবন্দরের টিকিট কাউন্টারের কাছে একটি কালো ল্যাপটপ ব্যাগে ওই বিস্ফোরক পাওয়া যায় ৷ কোনওরকম ঝুঁকি না নিয়ে বম স্কয়্যাড একটি গাড়িতে বিস্ফোরকটি তুলে ঘটনাস্থান থেকে তিন কিলোমিটার দূরে নিয়ে যায় । আজ সন্ধেয় বিমানবন্দরের অদূরে একটি খোলা মাঠে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয় ৷ ঘটনাটি ম্যাঙ্গালুরু থানায় তদন্তের জন্য হস্তান্তর করা হয়েছে ৷ প্রাথমিক তদন্তে একজন সন্দেহভাজনের ছবি প্রকাশ করা হয়েছে ৷ ছবিতে দেখা যাচ্ছে, হালকা রঙের শার্ট পরা ও মাথায় সাদা রঙের বেসবল টুপি পরা এক ব্যক্তি একটি অটোতে উঠে যাচ্ছে ৷ যদিও তার মুখ স্পষ্ট করে বোঝা যাচ্ছে না ৷

কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসভরাজ বোম্মাই বলেন, "আমরা বিস্ফোরক নিষ্ক্রিয় করতে পদক্ষেপ নিয়েছি । ঘটনার সঙ্গে যুক্তদের শনাক্ত করতে তদন্ত চলছে ৷ "

ম্যাঙ্গালুরু পুলিশ কমিশনার পি এস হর্ষা বলেন, "পুলিশ ঘটনাস্থানের CCTV ফুটেজ খতিয়ে দেখছে ৷ কে বা কারা ব্যাগটি সেখানে রাখে তা জানতে তদন্ত চলছে ৷ ঘটনার পর CISF , বম স্কয়্যাড, মেটাল ডিটেক্টর এবং কুকুর স্কয়্যাডের সহায়তায় বিমানবন্দর তল্লাশি অভিযান চালানো হয় ৷ স্থানীয় পুলিশ বিস্ফোরক আইন ও বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ধারার অধীনে একটি FIR নথিভুক্ত করেছে । দায়ীদের চিহ্নিতকরণ ও গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে তিনটি পুলিশ দল গঠন করা হয়েছে ৷ আমরা আশাবাদী যে খুব শীঘ্রই দোষীদের ধরতে সক্ষম হব ৷ তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা সবরকম সতর্কতা অবলম্বন করেছি ৷ "

CISF ডেপুটি জেনেরাল অনিল পাণ্ডে জানিয়েছেন , " আমাদের জওয়ানরা আজ সকালে একটি পরিত্যক্ত ব্যাগ পেয়েছিল ৷ তারপরই বম ডিসপোজ়াল স্কয়্যাডকে জানানো হয় । ব্যাগের ভিতরে একটি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইজ় পাওয়া গেছে ৷ "

জানা গেছে, ঘটনার জেরে বেঙ্গালুরু ও হুবলি বিমানবন্দরেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ৷ কর্নাটকের অন্যান্য বিমানবন্দর ও রেল স্টেশনেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে ৷ বেঙ্গালুরু পুলিশ কমিশনার ভাস্কর রাও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৷ জনসাধারণের অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই ৷

ABOUT THE AUTHOR

...view details