ম্যাঙ্গালুরু, 20 জানুয়ারি : ম্যাঙ্গালুরু বিমানবন্দরে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ৷ ব্যাগ থেকে উদ্ধার বিস্ফোরক ৷ খবর পেয়ে কুকুর নিয়ে বম ডিসপোজ়াল স্কয়্যাড ঘটনাস্থানে আসে ৷ CISF জানিয়েছে, ঘটনায় জড়িত সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে ৷ ম্যাঙ্গালুরু পুলিশ কমিশনার পি এস হর্ষা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ৷
সংবাদ সংস্থা সূত্রে খবর, আজ সকালে ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে যাত্রীরা ৷ এরপরই বোমাতঙ্ক ছড়ায় ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ খবর পেয়ে বিমানবন্দরের সুরক্ষা কর্মীরা এবং কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী (CISF) তৎক্ষণাৎ জায়গাটি ঘিরে ফেলে ৷ বম ডিসপোজ়াল স্কয়্যাড এসে ব্যাগটিকে তিন কিলোমিটার দূরে নিয়ে যায়৷ এবং নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয় ৷
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানবন্দরের টিকিট কাউন্টারের কাছে একটি কালো ল্যাপটপ ব্যাগে ওই বিস্ফোরক পাওয়া যায় ৷ কোনওরকম ঝুঁকি না নিয়ে বম স্কয়্যাড একটি গাড়িতে বিস্ফোরকটি তুলে ঘটনাস্থান থেকে তিন কিলোমিটার দূরে নিয়ে যায় । আজ সন্ধেয় বিমানবন্দরের অদূরে একটি খোলা মাঠে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয় ৷ ঘটনাটি ম্যাঙ্গালুরু থানায় তদন্তের জন্য হস্তান্তর করা হয়েছে ৷ প্রাথমিক তদন্তে একজন সন্দেহভাজনের ছবি প্রকাশ করা হয়েছে ৷ ছবিতে দেখা যাচ্ছে, হালকা রঙের শার্ট পরা ও মাথায় সাদা রঙের বেসবল টুপি পরা এক ব্যক্তি একটি অটোতে উঠে যাচ্ছে ৷ যদিও তার মুখ স্পষ্ট করে বোঝা যাচ্ছে না ৷