পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন মিলবে সুরাতের রেস্তরাঁয়

সুরাতের পাল এলাকার রেস্তরাঁ 'লা পিনোজ ' । মালিক দিব্যেশ । রেস্তরাঁর শৌচালয়ে লাগানো হয়েছে মেশিনটি । 'প্যাডম্যান' সিনেমা দেখেই তিনি অনুপ্রাণিত হন ।

Surat

By

Published : Sep 20, 2020, 6:41 PM IST

সুরাত, 20 সেপ্টেম্বর : সুরাতের এক রেস্তরাঁয় অভিনব ব্যবস্থা । মহিলাদের জন্য বসানো হলো ভেন্ডিং মেশিন । যার থেকে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারবেন মহিলা খদ্দেররা । রেস্তরাঁর এই উদ্যোগে খুশি মহিলা খদ্দেররা । মহিলাদের সমস্যার কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে বলেন রেস্তরাঁর মালিক ।

সুরাতের পাল এলাকার রেস্তরাঁ 'লা পিনোজ ' । মালিক দিব্যেশ । রেস্তরাঁর শৌচালয়ে লাগানো হয়েছে মেশিনটি । 'প্যাডম্যান' সিনেমা দেখেই তিনি অনুপ্রাণিত হন । মহিলাদের পাশে দাঁড়ানোর জন্যই এই উদ্যোগ বলে বলেন তিনি । এ প্রসঙ্গে তিনি বলেন, " মহিলাদের সুবিধার্থেই এই ব্যবস্থা করা হয়েছে । মহিলারা রেস্তরাঁয় এলে যাতে কোনওরকম অসুবিধা না হয় তার খেয়াল রাখা আমাদের দায়িত্ব । তাঁদের পাশে দাঁড়াতেই আমাদের এই উদ্যোগ । মেশিন একটি টোকেন দিলেই প্যাড বেরিয়ে আসবে । যার ফলে সুবিধা হবে মহিলাদের । "

রেস্তরাঁতে আসা শ্রুতি শেঠ বলেন, " এই মেশিন বসানোটা একটা দারুণ ব্যাপার । কোনও মহিলার প্রয়োজন পড়লে সহজেই এখান থেকে প্যাড সংগ্রহ করতে পারবেন । বিশেষ করে রাতের বেলাতে সুবিধা হবে আমাদের ।" অপর এক মহিলা খদ্দের ধারা রাঙ্খ বলেন, " এই ধরনের ব্যবস্থা প্রমাণ করে মহিলাদের জন্য এখনও অনেকেই ভাবে । "

ABOUT THE AUTHOR

...view details