দিল্লি, 7 মার্চ : নির্ভয়ার অপরাধী মুকেশ সিংয়ের জরুরিভিত্তিক শুনানির আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট । আগামী সোমবার আবেদনের জরুরিভিত্তিক শুনানি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল সে । কিন্তু, 16 মার্চ তার আবেদনের শুনানি হবে ।
গতকাল সুপ্রিম কোর্টে আবেদন করে মুকেশ । জানায়, সে ফৌজদারি ষড়যন্ত্রের শিকার । কেন্দ্র, দিল্লি সরকার এবং আইনবান্ধব বৃন্দা গ্রোভার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে । তাকে ভুল বুঝিয়ে আইনি কয়েকটি কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে । আইনি প্রক্রিয়াগুলি সে আরও একবার শুরু করতে চায় । শীর্ষ আদালত তাকে আইনি প্রক্রিয়াগুলি পুনরায় শুরু করার অনুমতি দিক ।